প্রশ্ন
My name is Md. Jahangir Alam Khan.Age 24.
1.Some of my friends said to me, that your name is condradict with the islam.If anyone call you as a Jahangir , then he/she will be sinner. Is it true?
- At this moment i can not change my name.so what is the rule in islam about this matter?
- If anyone joking or fun about my name , Then will be he/she is sinner?
উত্তর
بسم الله الرحمن الرحيم
জাহাঙ্গীর অর্থ হল, বিশ্ব বিজেতা। জাহাঙ্গীর আলম অর্থও একই। সুতরাং শুধু জাহাঙ্গীর বলে ডাকলে সে পাপী হয়ে যাবে এটি এক ভুয়া কথা।
আপনার বন্ধুরা হয়তো আপনার সাথে মজা করছে। আপনার ঘাবড়ানোর কিছু নেই।
নামের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেন তা শিরকী অর্থবোধক না হয়, সেই সাথে বিধর্মীদের সাথে মিলে না যায়।
কাউকে মিথ্যা কথা বলে পেরেশান করা সম্পূর্ণ হারাম। সুতরাং কোন ব্যক্তি যদি আপনাকে ভুল তথ্য প্রদান করে আপনার নাম বা অন্য কিছুর ক্ষেত্রে। তাহলে উক্ত ব্যক্তি অবশ্যই গোনাহগার হবে।
لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ [٣:٦١
তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী। {সূর আলেইমরান-৬১}
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]