প্রশ্ন
জনাব
আসসালামু আলাইকুম।
আমার নিকট বেস কিছু পরিমান ফিতরাহ এর টাকা জমা আছে। এই টাকা কি গরীব মিসকিন ছাড়া গরীব আত্মীয় সজন ও মাদ্রাসা নির্মাণে ব্যয় করা জাবে। উত্তর জানালে বাধিত হব।
ধন্যবাদ
মাসুদুর রহমান
সিডনি, অসটেলিয়া।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
গরীব মিসকিন ছাড়া গরীব আত্মীয় বলতে কী বুঝাচ্ছেন? তা পরিস্কার নয়।
মনে হচ্ছে, অপরিচিত বা দূরের গরীব মিসকিনদের না দিয়ে আত্মীয় স্বজনদের মাঝে যারা গরীব তাদের সদকায়ে ফিতির দেয়া যাবে কিনা? এটি প্রশ্ন করতে চাচ্ছেন।
আর দ্বিতীয় প্রশ্নে হল, ফিতরার টাকা মাদরাসা নির্মাণে ব্যয় করা যাবে কি না?
উত্তর হল,
যাদের সদকা দেয়া যাবে না, এমন আত্মীয় না হলে যেকোন গরীব লোককেই সদকায়ে ফিতর প্রদান করা যায়। এক্ষেত্রে গরীব আত্মীয় স্বজনরাই প্রাপ্যতার ক্ষেত্রে অগ্রগণ্য। এতে করে ফিতরাও আদায় হচ্ছে, আবার আত্মীয়তার হকও আদায় হবে।
আর সদকায়ে ফিতিরসহ কোন ওয়াজিব সদকার টাকায় মাদরাসা মসজিদ নির্মাণে ব্যবহার করা জায়েজ নয়।
বরং তা গরীব দুঃখী ও নির্ধারিত খাতেই ব্যয় করতে হবে। মাদরাসা মসজিদ নির্মাণ যাকাত ও সদকায়ে ফিতিরের টাকা দিয়ে করা জায়েজ নয়।
والأفضل صرفها للأقرب فالأقرب من كل ذي رحم محرم منه ثم لجيرانه، ثم لأهل محلته ثم لأهل حرفته ثم لأهل بلدته (طحطاوى على مراقى الفلاح، كتاب الزكاة، باب المصرف-594)
وَقُيِّدَ بِالْوِلَادِ لِجَوَازِهِ لِبَقِيَّةِ الْأَقَارِبِ كَالْإِخْوَةِ وَالْأَعْمَامِ وَالْأَخْوَالِ الْفُقَرَاءِ بَلْ هُمْ أَوْلَى؛ لِأَنَّهُ صِلَةٌ وَصَدَقَةٌ.
وَفِي الظَّهِيرِيَّةِ: وَيَبْدَأُ فِي الصَّدَقَاتِ بِالْأَقَارِبِ، ثُمَّ الْمَوَالِي ثُمَّ الْجِيرَانِ، (رد المحتار، كتاب الزكاة، باب المصرف-3/293)
وَيُشْتَرَطُ أَنْ يَكُونَ الصَّرْفُ (تَمْلِيكًا) لَا إبَاحَةً كَمَا مَرَّ (لَا) يُصْرَفُ (إلَى بِنَاءِ) نَحْوِ (مَسْجِدٍ وَ) (الى قوله) وقدمنا ان الحيلة ان يتصدق على الفقير ثم يأمره بفعل هذه الأشياء وهل له يخالف امره؟ لم أره والظاهر نعم، لأنه مقتضى صحة التمليك، (رد المحتار، كتاب الزكاة، باب المصرف-3/291-294
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]