প্রশ্ন
From: মোহাঃ আব্দুর রহমান
বিষয়ঃ যাকাতের টাকা দিয়ে কি ইফতারী করানো যাবে কি না এবং যাকাত আদায় হবে কি না ?
প্রশ্নঃ
আসসালামুআলাইকুম,
কারো উপর যাকাত ফরজ হয়েছে, এখন সেই বাক্তি যদি যাকাতের টাকা দিয়ে ইফতারী দেয়, অর্থাৎ মানুষকে ইফতারী করায়, তাহেল কি তার যাকাত আদায় হয়ে যাবে ?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইফতারী করানোর দ্বারা যাকাত আদায় হবে না। হ্যাঁ, যদি যাকাতের নিয়তে ইফতারী ক্রয় করে গরীবকে মালিক বানিয়ে দিয়ে দেয়, তারপর দারিদ্র ব্যক্তি নিজের ইচ্ছেমত তা নিয়ে যেতে পারে, তাহলে যাকাত আদায় হবে।
فى الدر المختار: خَرَجَ الْإِبَاحَةُ، فَلَوْ أَطْعَمَ يَتِيمًا نَاوِيًا الزَّكَاةَ لَا يَجْزِيهِ إلَّا إذَا دَفَعَ إلَيْهِ الْمَطْعُومَ كَمَا لَوْ كَسَاهُ
وقال ابن عابدين: (قَوْلُهُ: إلَّا إذَا دَفَعَ إلَيْهِ الْمَطْعُومَ) لِأَنَّهُ بِالدَّفْعِ إلَيْهِ بِنِيَّةِ الزَّكَاةِ يَمْلِكُهُ فَيَصِيرُ آكِلًا مِنْ مِلْكِهِ، بِخِلَافِ مَا إذَا أَطْعَمَهُ مَعَهُ، (رد المحتار، كتاب الزكاة-3/171
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল- [email protected]