প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / দুইজনে মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানী দেয়ার হুকুম কি?

দুইজনে মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানী দেয়ার হুকুম কি?

প্রশ্ন

আসসালামু আলাইকুম

দুইজন মিলে সমান টাকা দিয়ে কুরবানীর গরু ক্রয় করলে রসুল (সঃ) এর নাম দেওয়া যাবে কী ?

কেননা এখানে দুইজনের সারে তিন করে অংশ হচ্ছে । তাই আমার একটু খটকা লাগছে যে, দুইজনের অর্ধেক করে অংশ নিয়ে কী রসুল (সঃ) এর নামে দেওয়া যাবে ?

উত্তরটি একটু তাড়াতাড়ি প্রয়োজন ।

নাম- আজহারউদ্দীন

ভারত থেকে

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, জায়েজ আছে। কোন সমস্যা নেই। অন্যের পক্ষ থেকে শুধুই সওয়াব পৌছানোর নিয়তে কুরবানী করলে তাতে একাধিকজন মিলে দিলেও কোন সমস্যা নেই। [ইমদাদুল ফাতাওয়া-৩/৫৭৩-৫৭৪, ফাতাওয়া মাহমুদিয়া-২৬/৩১০]

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

No comments

  1. JAZAKALLAH