প্রশ্ন
মাহতাব
ব্রাহ্মণবাড়িয়া,
>হাওলাত থেকে লাভ নেয়ার প্রসঙ্গে।
আসসালামু আলাইকুম ভাই,
আমার ঘনিষ্ঠ একজন বন্ধু আমার থেকে কিছু পরিমাণ টাকা নেয় তার এক বন্ধুকে উপহার সামগ্রী দেবার জন্য।কদিন পর ও আমার অনুমতি নিয়ে টাকাটা ওর নিজস্ব একটা ব্যাবসায়ে লাগায়।এখানে কোন লাভের বা অন্য কোন আলোচনা হয়নি এমনকি কতদিন পর ফেরত নেব তা ও নয়।এখন আমার টাকা থেকে যত শতাংশ প্রফিট হয়েছে ও আমাকে নিজ থেকে ইচ্ছুক হয়ে দিতে চাইছে(তবে লাভ ক্ষতি সংক্রান্ত কোন চুক্তি এখানে হয়নি)।এখন ও যদি আমাকে স্বউদ্যোগে লাভ দিতে চায় তা গ্রহণ করা কি আমার জন্য হালাল হবে? যথাসম্ভব শীঘ্রই উত্তর আশা করছি। আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আমাদের সালাম
পৌছে দিন,আমীন।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
না, ভাই এটি জায়েজ হবে না। সুদ হয়ে যাবে। কাউকে শুধু ঋণ দিয়ে এর থেকে অতিরিক্ত কোন ফায়দা গ্রহণ বৈধ নয়। তা সুদ বলে গণ্য হবে। হ্যাঁ, যদি আপনি মুদারাবা চুক্তি করে নিতেন, তাহলে আপনার জন্য টাকা নেয়া বৈধ হতো।
মুদারাবা চুক্তি বলা হয়, কাউকে টাকা দেয়া এ শর্তে যে, সে উক্ত টাকা দিয়ে ব্যবসা করবে, তারপর যা লাভ হবে তা নির্দিষ্ট হারে উভয়ে বন্টন করে নিবে। এ পদ্ধতি জায়েজ। কিন্তু শুধুমাত্র ঋণ দিয়ে তা থেকে অতিরিক্ত টাকা নেয়া, সুবিধা নেয়া কোনটিই বৈধ নয়।
عَلِيًّا يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ قَرْضٍ جَرَّ مَنْفَعَةً فَهُوَ رِبًا
হযরত আলী রাঃ বলেন, রাসূল সাঃ ইরশাদ করেছেন, প্রতিটি ঋণ যে উপকারীতা সৃষ্টি করে, তা’ই সুদ। [মুসনাদুল হারেছ, হাদীস নং-৪৩৭, সুনানে সাগীর লিলবায়হাকী, হাদীস নং-১৯৭১, মুসন্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২০৬৯০}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
jajakallahu khair!
জাযাকাল্লাহ।