প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / সুদী চাকরীজীবীকে বাসা ভাড়া দেয়া যাবে কি?

সুদী চাকরীজীবীকে বাসা ভাড়া দেয়া যাবে কি?

প্রশ্ন

অামাদের ২টা বাসা ভারা দেয়া হয়েছে।যাদের ভারা দিয়েছি তারা গ্রামীন ব্যাংক এ চাকুরি করে, যা সরাসরি সুদ এর সাথে জরিত। প্রশ্ন হলো, এই ভারার টাকা কি জায়েজ হবে? নাকি নাজায়েজ ?উওর জানালে অনেক উপকৃত হব ইনসাঅাল্লাহ।

নামঃ ফয়সাল জেলাঃ সিরাজগন্জ থানাঃ রায়গন্জ

উত্তর

بسم الله الرحمن الرحيم

যে ব্যক্তির ইনকাম পুরোটাই হারাম। তা জানা সত্বেও তাকে বাসা ভাড়া দেয়া জায়েজ নয়।{আহসানুল ফাতওয়া-৭/৩০৫}

তাই উক্ত ব্যক্তির সাথে ভাড়া চুক্তি খতম করে দিতে হবে।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

নতুন কাপড় ধৌত করা ছাড়া পরিধান করে নামায পড়া যাবে?

প্রশ্ন হযরত আসসালামু আলাইকুম। আমি জানতে চাই নতুন কাপড় ক্রয় বা বানানোর পর তা ধৌত …