প্রচ্ছদ / সংবাদ / আকায়েদ ও মাসায়েল কোর্স-২০১৫/১৬

আকায়েদ ও মাসায়েল কোর্স-২০১৫/১৬

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!

সম্মানিত মুসলিম ভাইয়েরা!

বিগত বছরের ন্যায় এ বছরও তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার আয়োজন করেছে আকায়েদ ও মাসায়েল কোর্স। যাতে ইসলামী আক্বিদা ও মাসায়েল দলীল ভিত্তিকভাবে উপস্থাপন করা হচ্ছে।

দরস প্রদান করবেন বিশেষজ্ঞ উলামায়ে কেরামগণ।

উদ্ভোধনী দরস

৩০ই জুলাই ২০১৫ ঈসাব্দ রোজ বৃহস্পতিবার

নসিহত দুআ করবেন

ফিদায়ে মিল্লাত সাইয়্যেদ আস’আদ মাদানী রহঃ এর সুযোগ্য খলীফা

মুফতী হাফীজুদ্দীন সাহেব দা.বা.

মুহাদ্দিস জামিয়া শারইয়্যাহ মালিবাগ ও পরিচালক জামিয়াতুল আস’আদ।

এ সপ্তাহের আলোচ্য বিষয়ঃ

নামাযে হাত উঠানো/রফউল ইয়াদাইন

আলোচকঃ

মুফতী লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট  এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

আকায়েদ ও মাসায়েল কোর্স

স্থানঃ
“তালীমুল ইসলাম” ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার
(একটি আহলে হক মিডিয়া প্রয়াস)
ওয়াপদা রোড, ১৫০/সি, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।

সময়ঃ
প্রতি বৃহস্পতিবা বাদ মাগরিব থেকে দেড় ঘন্টা।

যারা অংশগ্রহণ করতে পারবেনঃ
ইসলামী আক্বীদা ও দলীলসহ মাসায়েল জানতে আগ্রহী সকল মুসলমানদের জন্য উন্মুক্ত।

যোগাযোগ –

মাওলানা মুহসিনুদ্দীন খান
১৫০/সি, পশ্চিম রামপুরা, ওয়াপদা রোড, ঢাকা-১২১৯।
মোবাইল-০১৯৪৫৪০৫৮৭২, ০১৭২৩৭৮৫৯২৫।

মেইল- [email protected]

এতে যা শিখানো হবে-

১- প্রতি ক্লাসেই নতুন বিষয়ে আলোচনা হবে দলীলভিত্তিক।
২- আল্লাহ ও রাসূল সাঃ এবং আখেরাত, ফেরেশতা, বুজুর্গানে দ্বীন, কারামত, কাশফ, ইলহাম, পীরমুরিদী ইত্যাদি সম্পর্কে কুরআন ও সুন্নাহভিত্তিক আলোচনা।
৩- প্রচলিত বাতিল মতবাদের উৎপত্তি, ক্রমবিকাশ, ভ্রান্তিতা দলীলভিত্তিক উপস্থাপন।
৪- আহলে হক উলামাগণের বিরুদ্ধে বাতিলপন্থীদের অভিযোগের পোষ্টমর্টেম। আরো অনেক কিছুই ইনশাআল্লাহ।
৫- প্রতিটি ক্লাসের পর আলোচিত বিষয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।
৬- ২০টি ক্লাসের মাধ্যমে উক্ত কোর্স সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ।

জরুরী জ্ঞাতব্য

এ কোর্সে অংশগ্রহণের জন্য কোন ফি দেয়া লাগবে না। তবে উপরোক্ত নাম্বারে কল করে নিজের নাম ও ঠিকানা লিখিয়ে রাখতে হবে।

0Shares

আরও জানুন

মাহে রমজানে বিশেষ দুআর আবেদন!

السلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা! আপনাদের দুআর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *