প্রচ্ছদ / জিহাদ ও কিতাল / জিহাদ কি শুধু নফসের বিরুদ্ধে জিহাদে সীমাবদ্ধ?

জিহাদ কি শুধু নফসের বিরুদ্ধে জিহাদে সীমাবদ্ধ?

প্রশ্ন

কিছু কুলাংগার ইসলামের জিহাদ কে নফছের জিহাদ বলে অপ্রচার চালায় ।
এটা কি কোরআন হাদিসে আছে ।
ছহি দলিল দিবেন ।
সবাই এটাকে জাল হাদিস বলে ?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

জিহাদ শব্দটি আম। এর অনেক অর্থ আছে।

জিহাদ কত প্রকার?

জিহাদ অনেক প্রকারের হতে পারে। যেমন-

১-কিতাল ফি সাবিলিল্লাহ। তথা আল্লাহ রাহে কাফেরদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে শরীক হওয়া। {আল কুরআন}

২-অধিক পছন্দনীয় জিহাদ জালিম বাদশার সামনে হক কথা বলা। {মুসনাদে আহমাদ, সুনানে বায়হাকী কুবরা, আল মুজামুল কাবীর}

৩-উত্তম জিহাদ হলো নফসের বিরুদ্ধে জিহাদ। {দায়লামী, ইবনে নাজ্জার}

৪-মুখ দিয়ে, জান দিয়ে ও মাল দিয়েও জিহাদ করা যায়। {আবু দাউদ, আহমাদ, সহীহ ইবনে হিব্বান}

৫-জিহাদরত মুজাহিদদের পরিবারকে দেখাশোনা করাও জিহাদের অন্তর্ভূক্ত। {সহীহ মুসলিম, আবু দাউদ}

৬-জলভাগে জিহাদ করা স্থলভাগে জিহাদের তুলনায় ১০গুন সওয়াব।

৭-মুজাহিদদের সহযোগিতা করাও জিহাদ। {বুখারী, মুসলিম, আহমাদ, নাসায়ী}

৮-মুজাহিদ সেই ব্যক্তি যে আল্লাহর জন্য নফসের বিরুদ্ধে জিহাদ করে। {তিরমিজী, ইবনে হিব্বান}

দ্রষ্টব্য-সহীহ কুনুজুস সুন্নাতিন নাবাবিয়্যাহ, জিহাদের প্রকার ও ফজীলত অধ্যায়।

এর মাঝে নফছের বিরুদ্ধে জিহাদও অন্তর্ভূক্ত। কিন্তু কোন ব্যক্তি যদি একথা বলে যে, কিতাল ফী সাবীলিল্লাহ বলতে কিছু নেই। শুধু মাত্র নফছের বিরুদ্ধে জিহাদের কথাই কুরআন হাদীসে এসেছে। তাহলে উক্ত ব্যক্তির ঈমান  চলে যাবে। জিহাদ ঠাট্টা করা, হেয় করা বা অস্বিকার করা সবই কুফরীর আলামত।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ مَاتَ وَلَمْ يَغْزُ، وَلَمْ يُحَدِّثْ بِهِ نَفْسَهُ، مَاتَ عَلَى شُعْبَةٍ مِنْ نِفَاقٍ»

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, যে ব্যক্তি মারা গেল, কিন্তু ইসলামী যুদ্ধ তথা জিহাদে যায়নি, কিংবা জিহাদে যাওয়ার ইচ্ছেও অন্তরে পোষণ করেনি, সে এক প্রকার মুনাফিকীর [অবস্থায়] মৃত্যুবরণ করল। {সহীহ মুসলিম, হাদীস নং-১৯১০, সুনানে আবু দাউদ, হাদীস নং-২৮০২}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

No comments

  1. আরো বিস্তারিত দিলে ভাল হত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *