প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / বিয়ের সর্বনিম্ন মোহর এবং কনেকে সাজিয়ে দেয়া সংক্রান্ত প্রশ্নের জবাব

বিয়ের সর্বনিম্ন মোহর এবং কনেকে সাজিয়ে দেয়া সংক্রান্ত প্রশ্নের জবাব

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। কেমন আছেন শ্রদ্ধেয় মুফতি সাহেব? আশা করি ভাল আছেন আল্লাহর রহমতে। শরীয়তের আলোকে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে বাধিত করবেন।

প্রশ্নঃ ১
বিবাহে মেয়ে সাজিয়ে দেবার দায়িত্ব কোন পক্ষের উপর বর্তাবে? ছেলে না মেয়ে পক্ষের?

প্রশ্নঃ২
মোহরানার সর্বনিম্ন হারে বর্তমানে বাংলাদেশের টাকায় কত টাকা আসে?

প্রশ্নঃ ৩
ছেলে পক্ষ থেকে কি কনে পক্ষকে উপহার দেওয়া জরুরি? বা মেয়ে পক্ষ থেকে উপহার দেওয়া কি জরুরি?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

১ম প্রশ্নের  জবাব

সাজানো এটি কোন  জরুরী বিষয় নয়। এটিকে জরুরী মনে করা বিদআত। স্বামীর উপর স্ত্রীর ভরণ পোষণ এবং কাপড় চোপড় প্রদান করা আবশ্যক।প্রয়োজনীয় বস্তু দেয়া জরুরী। সাজগুজের পণ্য দেয়া জরুরী নয়।

فَمَا اسْتَمْتَعْتُم بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُم بِهِ مِن بَعْدِ الْفَرِيضَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا [٤:٢٤]

তাদের মধ্যে যাকে তোমরা গ্রহণ করবে,তাকে তার নির্ধারিত হক দান কর। তোমাদের কোন গোনাহ হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও। নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ, রহস্যবিদ।  {সূলা নিসা-২৪}

النفقة واجبة للزوجة على زوجها…… نفقتها وكسوتها وسكناها (هداية-2/437)

২য় প্রশ্নের জবাব

বিবাহের ক্ষেত্রে সর্বনিম্ন পরিমাণ হল ১০ দিরহাম। যার বর্তমান পরিমাণ হল ৩০ গ্রাম ৬১৮মিলি গ্রাম রূপা বা এর সমমূল্য। {জাদীদ ফিক্বহী মাসআলা-১/২৯৩}

যেহেতু রূপার মূল্য উঠানামা করে তাই সঠিক মূল্য লিখে দেয়া সমীচিন মনে করছি না। মার্কেটে গিয়ে স্বর্নের দোকানদার থেকে তা নির্ণিত করে নিন। ৩০ গ্রাম ৬১৮ মিলি গ্রাম রূপার মূল্য যা আসে তাই হবে মোহরের সর্বনিম্ন মূল্য।

 ৩য় প্রশ্নের উত্তর

নাহ, কোনটিই জরুরী নয়। তবে মনকে আকৃষ্ট করার জন্য হাদিয়া দেয়া উত্তম। কিন্তু এটিকে আবশ্যক মনে করা যাবে না।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

 

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …