প্রচ্ছদ / দাওয়াত ও তাবলীগ / ইন্টারনেটে দ্বীন প্রচারে সওয়াব হবে না?

ইন্টারনেটে দ্বীন প্রচারে সওয়াব হবে না?

প্রশ্ন

আমি ফেসবুক চালাই ।
সেখানে ভন্ডো পিড় । শিরেক বিতাদ খারেজি দের বিরুদ্ধে লিখি ।
আমার স্টাটাস দেখে কেউ যদি ছহি আকিদা তে ফিরে আসে তাহলে কি আমি ছওয়াব পাবো ।
আর যদি ছহি ইসলাম প্রচার করার জন্য তাগুতের কারাগারে ধোইরা  নিয়া যায় ।
তাহলে আমি কি ছওয়াব পাবো ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

অবশ্যই আপনি সওয়াব পাবেন। এতে কোন সন্দেহ নেই।

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ

রাসূল সাঃ ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোন ভাল কাজের পথ দেখায় সে উক্ত কাজ সম্পাদনকারীর ন্যায় সওয়াব পায়। {সহীহ মুসলিম, হাদীস নং-১৮৯৩}

يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَيُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَأُولَٰئِكَ مِنَ الصَّالِحِينَ [٣:١١٤]

তারা আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে এবং কল্যাণকর বিষয়ের নির্দেশ দেয়; অকল্যাণ থেকে বারণ করে এবং সৎকাজের জন্য সাধ্যমত চেষ্টা করতে থাকে। আর এরাই হল সৎকর্মশীল। {সূরা আলে ইমরান-১১৪}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ছেলে ও মেয়ে এবং সাক্ষীগণ আলাদা স্থানে থেকে গ্রুপ কলে বিবাহ করলে কি বিবাহ শুদ্ধ হয়?

প্রশ্ন আমি এবং একজন মুসলিম মেয়ে গোপনে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি নিকাহ সম্পন্ন করি। মেয়েটি …