প্রচ্ছদ / জুমআ ও ঈদের নামায / মুসাফির ইমামের পিছনে জুমআর নামায শুদ্ধ হবে কি?

মুসাফির ইমামের পিছনে জুমআর নামায শুদ্ধ হবে কি?

প্রশ্ন

হুজুর আমরা জানি যে, মুসাফিরের উপর জুমআর নামায পড়া আবশ্যক নয়। তাহলে মুসাফির ইমামের পিছনে জুমআর নামায পড়লে সেই নামায কি আদায় হবে?

আমাদের মসজিদের ইমাম সাহেব চট্টগ্রাম থেকে ঢাকায় এসে জুমআর নামায পড়ান।

এখন আমার জানার বিষয় হলো তিনিতো মুসাফির। এমন মুসাফিরের পিছনে যে আমরা জুমআর নামায আদায় করছি, আমাদের জুমআর নামায কি আদায় হচ্ছে?

দয়া করে দ্রুত জানালে কৃতজ্ঞ হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

মুসাফিরের জন্য জুমআর নামায না পড়ার সুযোগ আছে। কিন্তু আজীমত হলো জুমআর নামায আদায় করা। মুসাফির ব্যক্তি আজীমতের উপর আমল করে জুমআর নামায আদায় করলে সেই নামায সহীহ হয়ে যায়।

যেহেতু তার নিজের নামায সহীহ হয়, তাই তার পিছনে মুসল্লিদের নামাযও সহীহ হবে।

সুতরাং মুসাফির ইমামের পিছনে জুমআর পড়তে কোন সমস্যা নেই। নামায সহীহ হবে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় জুমআর নামাযের ইমামতী করেছেন। অথচ তিনি তখন মুসাফির ছিলেন।

عن عمران بن حصين رى الله عنه قال: غزوت مع رسول الله صلى الله عليه وسلم وشهدت معه الفتح، فأقام بمكة ثمانيى عشرة ليلة لا يصلى إلا ركعتين يقول: يا أهل البلد صلوأ أربعا، فإنا قوم سفر (سنن أبى داود، رقم-1229)

ولنا ما روى عن النبى صلى الله عليه وسلم أنه صلى الجمعة بالناس عام فتح مكة وكان مسافرا (بدائع الصنائع، كتاب الصلاة، فصل فى بيان شرائط الجمعة، زكريا-1/588، كرتاشى-1/262، الفتاوى الهندية-1/148، جديد-1/209، رد المحتار، زكريا-3/30، كرتاشى-2/155، الموسوعة الفقهية الكويتية-27/200)

يجوز للمسافر والعبد المريض أن يؤموا فى الجمعة كذا فى القدورى (الفتاوى الهندية-1/148، جديد-1/209)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

‘মানাহা’ নাম রাখা যাবে?

প্রশ্ন আসসালামুয়ালাইকুম । আমি আমার মেয়ের নাম, ‘মানহা’ বিনতে শিহাব রাখতে চাই । মানহা নামের …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস