প্রচ্ছদ / নাম ও বংশ/নবজাতক / ‘নাহইয়ান’ নাম রাখা যাবে কি?

‘নাহইয়ান’ নাম রাখা যাবে কি?

প্রশ্ন

আমি আমার সন্তানের নাম রাখতে চাচ্ছি “নাহিয়ান”। কিন্তু স্থানীয় এক মুফতী সাহেব বললেন, এ নাম রাখা নাকি জায়েজ নেই। কারণ এর অর্থ নাকি ভালো না।

আসলেই এ নাম রাখা জায়েজ নেই? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

نهيان তথা নাহইয়ান অর্থ হলো: নিবারক, সুযোগ্য, বুদ্ধিমান। সুতরাং এ নামের অর্থ খারাপ নয়।

সুতরাং ‘নাহইয়ান’ নাম রাখাতে কোন সমস্যা নেই।

قال رسول الله صلى الله عليه وسلم أنكم تدعون يوم القيامة بأسمائهم، وأسماء أبائكم، فأحسنوا أسمائكم (سنن أبى داود-2/676، رقم-4948)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

মুসাফির যদি ভুলে বা না জেনে চার রাকাত পুরোটাই পড়ে তাহলে কি তার নামায আদায় হবে?

প্রশ্ন কোনো ব্যক্তি মুসাফির কিন্তু তার মুসাফিরের নামাজের নিয়ম জানা নেই সে যদি ইচ্ছাকৃত অথবা …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস