প্রশ্ন
আমি আমার সন্তানের নাম রাখতে চাচ্ছি “নাহিয়ান”। কিন্তু স্থানীয় এক মুফতী সাহেব বললেন, এ নাম রাখা নাকি জায়েজ নেই। কারণ এর অর্থ নাকি ভালো না।
আসলেই এ নাম রাখা জায়েজ নেই? দয়া করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
نهيان তথা নাহইয়ান অর্থ হলো: নিবারক, সুযোগ্য, বুদ্ধিমান। সুতরাং এ নামের অর্থ খারাপ নয়।
সুতরাং ‘নাহইয়ান’ নাম রাখাতে কোন সমস্যা নেই।
قال رسول الله صلى الله عليه وسلم أنكم تدعون يوم القيامة بأسمائهم، وأسماء أبائكم، فأحسنوا أسمائكم (سنن أبى داود-2/676، رقم-4948)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
