প্রচ্ছদ / আহলে হাদীস / প্রসঙ্গ ফাজায়েলে আমলঃ নবীজী সাঃ এর পেশাব পায়খানা পবিত্র হওয়া সম্পর্কে শায়েখ জাকারিয়া রহঃ কি ভুল তথ্য দিয়েছেন?

প্রসঙ্গ ফাজায়েলে আমলঃ নবীজী সাঃ এর পেশাব পায়খানা পবিত্র হওয়া সম্পর্কে শায়েখ জাকারিয়া রহঃ কি ভুল তথ্য দিয়েছেন?

প্রশ্ন

হযরত শায়েখ জাকারিয়া রহঃ ফাজায়েলে আমলে লিখেছেন যে, রাসূল সাঃ এর প্রস্রাব পায়খানা পবিত্র। অথচ একথাটি কিছুতেই ঠিক হতে পারে না। কারণ প্রস্রাব পায়খানা নাপাক। তাই তিনি একটি ভুল বক্তব্য তার কিতাবে এনেছেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

জমহুর তথা অধিকাংশ আলেমদের মত হল রাসূল সাঃ এর “ফুযালা” তথা উচ্ছিষ্ট [প্রস্রাব পায়খানা] পবিত্র।
মুফতীয়ে হিন্দ মুহাম্মদ কেফায়াতুল্লাহ দেহলবী রহঃ বলেনঃ
শাফেয়ীদের মাঝে কতিপয় মুহাক্কিকীন রাসূল সাঃ এর প্রস্রাব পায়খানাকে পবিত্র বলে মত দিয়েছেন। হানাফী আলেমগন এটাকে নকল করার পর নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন। আর কতিপয় সাহাবী ও মহিলা সাহাবী কর্তৃক রাসূল সাঃ এর প্রস্রাব না জেনে পান করার পর রাসূল সাঃ তা শুনে তাদের দুআ দিয়েছেন। তাদের তিরস্কার বা ভর্ৎসনা করেননি। যা তার প্রস্রাব পবিত্র হওয়ার দলীল। {কেফায়াতুল মুফতী-১/৯১}

নিম্ন বর্ণিত আলেমগণ এ মত পোষণ করে থাকেন

যথা-

১- হাফেজ ইবনে হাজার আসকালানী রহঃ- ফাতহুল বারী-১/২৭২।
২- আল্লামা বদরুদ্দীন আইনী রহঃ, উমদাতুল কারী-১/৩৫।
৩- ইমাম নববী রহঃ,শরহে মুহাজ্জাব-১/২৩৪।
৪- মোল্লা আলী কারী রহঃ, জমউল ওসায়েল শুরুস শামায়েল-২/২।
৫- হাফেজ জালালুদ্দীন সুয়ুতী রহঃ, খাসায়েলে কুবরা-১/৭১।
৬- আল্লামা ইবনে আবেদীন শামী রহঃ, ফাতাওয়ায়ে শামী-১/৩১৮।
৭- নিহায়াতুল মুহতাজ প্রণেতা-১/২৪২।
৮-মুগনিয়ুল মুহতাজ-১/৭৯।
৯-শায়েখ মুহাম্মদ আব্দুল হক মুহাদ্দেসে দেহলবী, মাদারেজুন নবুওত-১/৪৩।
প্রমুখ।

নিম্ন বর্ণিত ওলামায়ে দেওবন্দও এ মতের প্রবক্তা

যথা-
১- হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহঃ- নশরুততীব-১৩৫।
২- মুফতী আজীজুর রহমান সাহেব রহঃ, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ-১/৮৫, ২১১।
৩- শাইখুল হাদীস মাওলানা জাকারিয়া রহঃ, ফাজায়েলে আমল উর্দু-১৮৮।
৪- মাওলানা ইউসুফ বিন্নুরী রহঃ, মাআরেফুস সুনান-১/৯৮।
৫- মাওলানা মুহাম্মদ ইউসুফ লুধিয়ানবী রহঃ, আপকে মাসায়েল আওর উনকা হল-৯/১৩৩।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *