প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / শ্বশুরের গোপনাঙ্গ দেখার সন্দেহ হলে কি হুরমতে মুসাহারাত সাব্যস্ত হয়ে যাবে?

শ্বশুরের গোপনাঙ্গ দেখার সন্দেহ হলে কি হুরমতে মুসাহারাত সাব্যস্ত হয়ে যাবে?

প্রশ্ন

হুজুর দৃষ্টিপাত হুরমুত আছে আমি এই বিষয়ে কিছু জানতাম না।

 জানা মতে এমন কিছু হইনি। কিন্তু কয়েকবার আমার শশুরে হাটু বা খালি লুঙ্গি ছিলো, কিন্তু গেঞ্জি ছিলো না। ওনি হাটলে কখনো জদি চোখ পড়ে বা দেখি সাথে সাথে নামিয়ে নিয়েছি।

 কোনো উত্তেজনা ছাড়া আমার যতটুক মনে হচ্ছে আমার এসব কিছু তে কোনোও উত্তেজনা ছিলো না।

 প্রশ্ন   

আমি একদিন আমার শশুর শাশুড়ীর রুমের পাসদিয়ে রান্না ঘরে যাচ্ছিলাম। আমি এমনিতে রুমের দিকে তাকাই, তখন আমার শশুরের গোপন অংগে পাসখানিক দেখা যাচ্ছে।  কিন্তু জানা মতে আমি কোন গোপন আংশ দেখিনি। কিন্তু গোপন অঙ্গের পাসের রানটা দেখা গেছে।

 কিন্তু আমি সাথে সাথে চোখ সরিয়ে নিছি।

 আমার জানা মতে দ্বিতীয়  বার তাকাইনি।

 এখন আবার মনে হয় দ্বিতীয় বার তাকাইছি।

 কিন্তু  কোনোও গোপন অঙ্গ দেখিনি।

 এতে কি আমার আর স্বামী সাথে সম্পর্ক  শেষ হয়ে যাবে?

  আর একটা প্রশ্ন 

একদিন আমার শশুর  লুঙ্গি  সাদা মধ্যে  সূর্য আলো পড়লো আমার শশুর হাতের  পিছনের দিকে পা দুটো দেখা যাচ্ছে। লো আমি দেখে সাথে সাথে অন্য দিকে চলে যাই আর ফিরেও দিখিনি।

 ওনি আমার শশুর  এই সব দেখেতেও শরম লাগবে। কিন্তু কোনোও উত্তেজনা ছিলো না  জানা মতে।

কিন্তু হুরমত বিষয়ে জানার পর আমার মনে হচ্ছে হইতো আমার তখন উত্তেজনা ছিলো।

 কিন্তু আবার মনে হয় ছিলোনা। আমি ওখানে দেখে চলে গেছে।

 এসবের জন্য কি আমার আর স্বামী সাথে সম্পর্কে শেষ?

 আমি ইচ্ছে করে কিছু করি নাই বা তাকাই নাই।

 কিন্তু ওনি আমাকে দেখলে ওনার সব কিছু ঠিক করে ফেলে। ইচ্ছাকৃতভাবে এসব করে না।

 আমার শশুর আমাকে দেখলে লুঈি হাঁটু উপরে থাকলে তা সাথে সাথে নামায় ফেলে বা হাত দিয়ে নামানোর চেষ্টা করে।

  কিন্তু এসবের কারনে কি আমার স্বামী কি আমার জন্য হারাম হয়ে গেছে?

 হুজুর দয়া করে আমারে বলেন।

 কিন্তু আমার সব কিছুতে সন্দেহ হচ্ছে এক বার মনে হয় উত্তেজনা ছিলো আবার মনে হয় ছিলোনা না। আবার মনে হয় কেনও এসব হবে? ওনি তোমার শশুর। আমি কিছু বুঝতেছি না।

 আমি কি করবো দয়া করে বললেন হুজুর আমি খুব পেরাশানিতে আছি ।

উত্তর

بسم الله الرحمن الرحيم

এসবের দ্বারা কোন হুরমত সাব্যস্ত হয়নি। আপনার স্বামীর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় আছে। তাই পেরেশান হবার কিছু নেই।

আপনার সমস্যাটা মানসিক। আপনার জন্য উচিত হলো: তালাক সংক্রান্ত মাসআলা পড়া বন্ধ করে দেয়া। তালাক সংক্রান্ত এবং হুরমত সংক্রান্ত কোন মাসআলা মাথায় বেশিক্ষণ থাকতে  দিবেন না।

এ বিষয়ে যতোই ওয়াসওয়াসা আসুক কাউকে এ বিষয়ে জিজ্ঞাসা করবেন না। মনকে শক্ত করে রাখুন যে, এসব কিছুই হয়নি। সবই শয়তানের ধোঁকা। যে আপনাকে মানসিক কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছে।

বেশি ওয়াসওয়াসা আসতে থাকলে বই পড়ুন, স্বামী, নিকটাত্মীয় বা কাছের কোন বান্ধবীর সাথে গল্প করুন। কুরআন তিলাওয়াত করুন। আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ুন। সূরা ফালাক ও নাস পড়তে  থাকুন।

আশা করি এ ওয়াসওয়াসার রোগ কেটে যাবে।

منها شك هل طلق أم لا لم يقع (الأشباه-108، جديد-196)

عدم الشك من الزوج فى الطلاق وهو شرط الحكم بوقوع الطلاق حتى لو شك فيه لا يحكم بوقوعه (بدائعل الصنائع، كتاب الطلاق، فصل فى الرسالة-3\126، جديد-3\199)

وفى الدر المختار- والعبرة للشهوة عند المس والنظر لا بعدهما

وفى رد المحتار- ( قوله : والعبرة إلخ ) قال في الفتح : وقوله : بشهوة في موضع الحال ، فيفيد اشتراط الشهوة حال المس ، فلو مس بغير شهوة ، ثم اشتهى عن ذلك المس لا تحرم عليه (رد المحتار-كتاب النكاح، فصل فى المحرمات، زكريا-4/، 108، كرتاشى-3/33)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

তালাকের ইদ্দত পালন না করেই না জেনে বিবাহ করলে করণীয় কী?

প্রশ্ন আসসালামু আলাইকুম।   আমার ১ম স্বামীর সাথে বিয়ের ১ বছর পর খোলা তালাকের পর …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস