প্রশ্ন
কোন যুবক যুবতি যদি গভির সম্পর্ক করে ফেলে আবেগ বসত এবং পরে যদি বুঝতে পারে এবং লজ্জিত হয় তখন তাদের নিজেদের কি করা উচিত এটা থেকে মুক্ত থাকার জন্য এবং ক্ষমা পাওয়ার জন্য?
উত্তর
بسم الله الرحمن الرحيم
যিনা করা মারাত্মক পর্যায়ের কবীরা গোনাহ। এমন গোনাহ হয়ে গেলে উভয়ের জন্য খাঁটি দিলে অনুতপ্ত হয়ে তওবা করতে করতে হবে।
তওবার মানে হলো: উক্ত গোনাহটি ছেড়ে দেয়া। ভবিষ্যতে কখনো উক্ত গোনাহ না করার দৃঢ় সংকল্প করা। উক্ত গোনাহের কারণে অনুতপ্ত ও লজ্জিত হওয়া এবং আল্লাহর কাছে কায়মানোবাক্যে ক্ষমা প্রার্থনা করা।
উপরোক্ত শর্তাবলীসহ তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উভয়কে ক্ষমা করে দিবেন।
যিনাকারী ও যিনাকারীনি উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে শরয়ী কোন বিধিনিষেধ নেই।
وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا ﴿الإسراء: ٣٢
انَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِنْ قَرِيبٍ فَأُولَٰئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا، وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّىٰ إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ ۚ أُولَٰئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا (سورة النساء-17-18)
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ (سورةالبقرة-222)
إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِنْ قَرِيبٍ فَأُولَٰئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا (سورة النساء-17)
وَإِنِّي لَغَفَّارٌ لِّمَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اهْتَدَىٰ (سورة طه-82)
التَّائِبُ مِنَ الذَّنْبِ، كَمَنْ لَا ذَنْبَ لَهُ (سنن ابن ماجه، رقم-4250)
روی عن ابی بکر وعمر وابن عباس وابن مسعود وابن عمر ومجاهد وسليمان بن یسار وسعيد بن جبير فی آخرين من التابعين :ان من زنی بامراة او زنی بهذا غيره فجائز له ان يتزوجها ۔۔۔۔۔فقهاء الامصار متفقون علی جواز النکاح وان الزنا لا يوجب تحريمها علی الزوج ولا يوجب الفرقة بينهما (احکام القرآن للجصاص، بيروت-3/346)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]