প্রচ্ছদ / ওয়াকফ/মসজিদ/ঈদগাহ / ওয়াকফকারীর ইন্তেকালের পর তাঁর নামে মসজিদের নাম পরিবর্তন করা যাবে কি?

ওয়াকফকারীর ইন্তেকালের পর তাঁর নামে মসজিদের নাম পরিবর্তন করা যাবে কি?

প্রশ্ন

প্রঃ ১৫ বছর পূর্বে বাহাদুর আলী দুবারচর কামার পাড়া জামে মসজিদ নির্মান কল্পে দশ শতাংশ জমি ওয়াক্ফ করেন ৷ তিনি ১৫ বছর জীবিত থাকা অবস্থায় উক্ত মসজিদটি ঐ নামেই পরিচিতি পেয়ে আসছে ৷ তিনি জমি ওয়াকফ করার সময় তার নামে নাম করনের শর্ত বা ইচ্ছা কোনোটিই করেন নি ৷ বর্তমানে তার মৃত্যুর পর তার সন্তানগণ মসজিদের নামটি (দুবারচর কামার পাড়া জামে মসজিদ ) পরিবর্তন করে তার বাবার নামে (বাহাদুর আলি জামে মসজিদ) নামকরন করতে চান ৷ কিন্ত সকল মুসুল্লিগণ (সন্তানগণ ব্যতীত) এতে নারাজ ৷
এমতাবস্থায় মহোদয়ের নিকট আবেদন এই যে, মুসুল্লিদের অনিচ্ছায় উক্ত মসদিদের নাম পরিবর্তন করার শরয়ী হুকুম কি? জানালে চির কৃতজ্ঞ থাকবো ইনশা আল্লাহ ৷

উত্তর

بسم الله الرحمن الرحيم

যেহেতু মসজিদের জমিন ওয়াকফকারী নিজের নামের শর্তে ওয়াকফ করেনি। এছাড়া উক্ত  ব্যক্তির জীবিত অবস্থায়ও একটি নামে মসজিদ প্রসিদ্ধ ছিল। এখন তার মৃত্যুর পর সেই নাম পরিবর্তনের অধিকার পরিবারের নেই।

কারণ এমন নামের প্রতি সন্তুষ্টি বা সম্মতি কোনটিই ওয়াকফকারী থেকে প্রমাণিত হয় না। তাই নাম পরিবর্তন করে ফিতনা সৃষ্টি করা জায়েজ হবে না।

أن مراعاة غرض الواقفين واجبة (رد المحتار، زكريا-6/665، كرتاشى-4/445)

شرط الواقف كنص الشارع أى فى وجوب العمل به، وفى المفهوم والدلالة (الأشباه والنظائر، كتاب الوقف من الفن الثانى-2/106، رد المحتار، زكريا-6/649، كرتاشى-4/433-434)

والمراد بوجه الله ذات الله وابتغاء وجه الله في العمل هو الإخلاص وهو أن تكون نيته في ذلك طلب مرضاة الله تعالى من دون رياء وسمعة حتى قال ابن الجوزي ‌من ‌كتب ‌اسمه على المسجد الذي يبنيه كان بعيدا من الإخلاص (فإن قلت) فعلى هذا لا يحصل الوعد المخصوص لمن يبنيه بالأجرة لعدم الإخلاص (قلت) الظاهر هذا ولكنه يؤجر في الجملة (عمدة القارى شرح صيحح البخارى، كتاب الصلاة، باب من بنى مسجدا،  دار الفكر-4/213)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *