প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / মিথ্যা বলে চাকুরী নিলে সেই চাকুরীর বেতন কি হালাল হবে?

মিথ্যা বলে চাকুরী নিলে সেই চাকুরীর বেতন কি হালাল হবে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

জনাব, অনেকে নতুন চাকরীতে ভাল সুযোগ সুবিধা পাওয়ার জন্য পূর্বের চাকরীর অভিজ্ঞতা ও বেতন বাড়িয়ে বলে। এভাবে যদি সে নতুন চাকরীতে সুযোগ পায় তাহলে তার উপার্জন কি হালাল হবে ? যদিও সে কাজে গাফিলতি করে নি।
আর যদি সে এ পন্থায় প্রবেশ করার পরে নিজের ভুল বুঝতে পারে তাহলে এর সমাধান কি ?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি উক্ত কাজের যোগ্য হয় এবং সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে বেতন ও চাকুরী কোনটাই হারাম হবে না।

তবে মিথ্যা বলার কারণে গোনাহ হবে। তাই আল্লাহর কাছে কায়মানোবাক্যে তওবা করতে হবে।


عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا (صحيح مسلم، رقم-294، صحيح ابن حبان، رقم-5559، سنن ابن ماجه، رقم-2225، سنن الدارمى، رقم-2541، مسند البزار، رقم-3797)

والأجرة إنما تكون فى مقابلة العمل (رد المحتار، زكريا-4/307، كرتاشى-3/156)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *