প্রচ্ছদ / দান-সদকা-হাদিয়া / মাদরাসায় সদকাতুল ফিতিরের টাকা দেয়া যাবে?

মাদরাসায় সদকাতুল ফিতিরের টাকা দেয়া যাবে?

প্রশ্ন

ফিৎরার টাকা কালেকশন করে বিভিন্ন গরিব,দুখী, ফকীর,মিসকিন ইত্যাদির মাঝে না দিয়ে সম্পূর্ণ টাকা মাদরাসায় দিলে তা কি উত্তম হবে।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যে মাদরাসায় যাকাত খাওয়ার যোগ্য তালেবে ইলম আছে। তথা যে মাদরাসায় লিল্লাহ ফান্ড আছে। সেসব মাদরাসার লিল্লাহ ফান্ডে সদকাতুল ফিতরের টাকা সম্পূর্ণ দান করা যাবে। লিল্লাহ ফান্ড না থাকলে দেয়া যাবে না।

এক্ষেত্রে গরীবের কাছে তার হক পৌছানোর সাথে সাথে দ্বীনী শিক্ষার্থীকে সহযোগিতা করায় আশা করি সওয়াব বেশি হবে। তাই এটা অবশ্যই উত্তম।

তবে নিকটস্ত আত্মীয় গরীব হলে তাদেরও সহযোগিতা করা উচিত।

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ [٩:٦٠]

যাকাত হল কেবল ফকির, মিসকীন,[সূরা তওবা-৬০]

وقيل طلبة العلم….. ويشترط أن يكون الصرف تمليكا، لا إباحة

وفى رد المحتار: فلا يكفى فيها الإطعام إلا بطريق التمليك (الدر المختا مع رد المحتار، كتاب الزكاة، باب المصرف-3\291)

وينبغى أن يلحق به طالب العلم لاشتغاله عن الكسب بالعلم (البحر الرائق-2\437)

لأن المقصود منها، سد خلة المحتاج فمن كان أحوج كان أولى وأنفع للمسلمين بتعليم…. التصدق على العالم الفقير أفضل من الجاهل الفقير (حاشية الطحطاوى على مراقى الفلاح، كتاب الزكاة، باب المصرف-722، الفتاوى الهندية-1\187، تبيين الحقائق-2\124)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected] 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *