প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / সাত বছরের কাযা নামায কিভাবে আদায় করবে?

সাত বছরের কাযা নামায কিভাবে আদায় করবে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম,

আমার আনুমানিক ৭ বছরের নামায কাজা আছে। আমি জানতাম না যে নামায পড়া ফরজ। শুধু এতটুকু জানতাম যে মুসলিমদের ৫ ওয়াক্ত নামায পড়তে হয়। যখন জানতে পেরেছি নামায পড়া ফরয আমি তখন থেকে ৫ ওয়াক্ত নামায নিয়মিত আদায় করি। এখন প্রশ্ন হলো আমাকে কি সাত বছরের নামায কাজা করতে হবে? আর যদি নামায আদায় করতে হয় কিভাবে নিয়ত করবো?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আপনি প্রাপ্ত বয়স্ক হবার সাথে সাথেই আপনার উপর নামায ফরজ হয়ে গিয়েছে। সুতরাং নামায ফরজ হবার পর থেকে যদি সাত বছরের নামায কাযা হয়ে থাকে, তাহলে তা কাযা করে নিতে হবে।

প্রতিদিন কিছু কিছু করে কাযা নামায পড়ুন।

কাযা নামাযের নিয়ত এভাবে করবেন যে, আমার জীবনে সর্বপ্রথম বা সর্বশেষ যে ফজর/জোহর/আসর/মাগরিব/ইশা এর নামায কাযা আছে, সেটা আদায়ের নিয়ত করলাম। এভাবে এক দিনের নামায আদায় করবে। কিংবা শুধু ফজরের নামায সাত বছরের প্রথমে আদায় করে বাকিগুলো এক এক করে আদায় করতে থাকবে।

এভাবে একের পর নিয়ত করে আদায় করতে থাকবে।

 

عن أنس بن مالك رضى الله عنه هن النبى صلى الله عليه وسلم قال: من نسى صلاة فليصل إذا ذكرها لا كفارة لها إلا ذلك (صحيح البخارى، النسخة الهندية-1/84، رقم-597

كثرت الفوائت نوى أول ظهر عليه، أو آخريه الخ (الدر المختار مع رد المحتار، زكريا-2/538، كرتاشى-2/72، البحر الرائق، زكريا-2/159، حاشية الطحطاوى على مراقى الفلاح-446، قديم-242، تاتارخانية-2/454، رقم-294، خانية على هامش الهندية-1/111، جديد-1/70)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected] 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *