প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / মাসবূক ব্যক্তি ইমামের সাথে শেষ বৈঠকে কী পড়বে?

মাসবূক ব্যক্তি ইমামের সাথে শেষ বৈঠকে কী পড়বে?

প্রশ্ন

প্রশ্নকর্তা-আরমান।

বিষয়: নামায

জনাব,
মোক্তাদী যদি ইমামের সাথে এক রাক’ত না পায়। তাহলে ইমাম সহেবের ৪র্থ রাকাত মোক্তাদীর ৩য় রাকাত হয়।
এখন প্রশ্ন হলো,
মোক্তাদী কি তার তৃতীয় রাকা’তে (ইমামের ৪র্থ রাকা’তে) তাশাহহুদ,দূরূদ শরীফ, দোয়ায়ে মাসূরা ৩টাই পড়বে নাকি, শুধু তাশাহহুদ পড়বে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

শুধু তাশাহুদ পড়বে। তবে তাশাহুদটা ধীরে ধীরে পড়বে। যেন ইমামের দুআয়ে মাসূরা ও দরূদ শেষ হয়ে যায়।

মুক্তাদী দুআয়ে মাসূরা ও দরূদ পড়বে না।

ومنها أن المسبوق ببعض الركعات يتابع الإمام فى التشهد الأخير، وإذا أتم التشهد لا يشتغل بما بعده من الدعوات……… والصحيح أن المسبوق يترسل فى التشهد، حتى يفرغ عند سلام الإمام (الفتاوى الهندية-1/91، جديد-1/149)

وأما المسبوق فيترسل ليفرغ عند سلام إمامه الخ (الدر المختار مع رد المحتار، زكريا-2/220، كرتاشى-1/511، كويته-1/377، مصرى-1/477)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

0Shares

আরও জানুন

গর্ভবতী স্ত্রীকে তিন তালাক দিলে স্ত্রীকে কিভাবে ফিরিয়ে আনবে?

প্রশ্ন সময় নস্ট করার জন্য দু:খিত প্রশ্নটি হল একজন তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিল দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *