প্রচ্ছদ / নফল ইবাদত / কাযা রাখা রোযা জিম্মায় আবশ্যক থাকলে নফল রোযা রাখা যাবে না?

কাযা রাখা রোযা জিম্মায় আবশ্যক থাকলে নফল রোযা রাখা যাবে না?

প্রশ্ন

শাওয়াল মাসে ছয় রোযা রাখার যে সাওয়াব টা আছে ওইটা নাকি ওই ছয় রোযা রাখার পুর্বে যদি কোন ফরজ রোযা বাকি থাকে ওইগলো আগে রাখা আবশ্যক?
আমি ক্বওমি মাদ্রাসার ছাত্র আমি যতটুকু জানি এটার সাথে সাথে ওটার কোন সম্পর্ক নাই।
বিশেষ করে মহিলারা এটা বেশি বলে থাকে। ওরা বলে নফল রোযা রাখার পুর্বে ফরজ রোযা রাখা উত্তম বেশি তাই বাকি ফরজ রোযা রাখার আগে ছয় রোযা রাখা যাবে না।
এটা নিয়ে যদি বিস্তারিত আলোচনা করতেন উপকৃত হব। যদি সময় থাকে কষ্ট করে উত্তর টা দিবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

একথা ঠিক যে, নফল রোযার চেয়ে ফরজ রোযার কাযা আদায় করা জরুরী বেশি। তাই উত্তম হওয়াটাও স্বাভাবিক। যেহেতু নফল রোযা রাখা জরুরী নয়, তাই নফলের আগে ফরজ আদায় করাই উত্তম।

একথাও ঠিক যে, শাওয়ালের রোযার সাথে ফরজ রোযার কাযার কোন সম্পর্ক নেই। কাযা রোযা যিম্মায় থাকা অবস্থায় যদি নফল রোযা রাখে, তাহলে তাও শুদ্ধ হবে।

তবে কারো কারো মতে শাওয়ালের ছয় রোযাসহ এসব ফযীলতপূর্ণ নফল রোযার সময় কাযা রোযা রাখার সময় ফরজের সাথে সাথে নফলের ফযীলত পাবার নিয়ত করলে আশা করা যায়, উভয়টিই আদায় হবে।

তবে নফলের আগে ফরজ রোযাগুলো আদায় করাই সর্বোত্তম। সেই সাথে নফল ও কাযা রোযা স্বতন্ত্র নিয়তে আদায় করা উত্তম।

فمن كان منكم مريضا أو على سفر فعدة من ايام أخر (البقرة-185)

صام فى يوم عرفة مثل قضاء أو نذر أو كفارة ونوى معه الصوم عن يوم عرفة أفتى بعضهم بالصحة والحصول عنها (حاشية الأشباه والنظائر-79)

وأما إذا نوى نافلتين كما إذا نوى بركعتى الفجر التحية والسنة أجزأت عنهما (الأشباه والنظئار-79)

ولا يكره صوم التطوع لمن عليه قضاء رمضان (الفتاوى الهندية-1/201)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected] 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *