প্রশ্ন
যার উপার্জন ব্যাংকের চাকরির কামাই, সে যদি তার পুত্রের মাদরাসার বেতন পরিশোধ করে উক্ত বেতন দ্বারা, তবে কি উক্ত ছাত্রের বেতন ঐ হুজুরের গ্রহণ করা বৈধ হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি মাদরাসার বেতন পরিশোধের সময় তা উল্লেখ করে দেয় যে, এটা হারাম টাকা থেকে প্রদান করেছে, তাহলে গ্রহণ করা জায়েজ হবে না। যদি উল্লেখ না করে তাহলে গ্রহণ করার সুযোগ রয়েছে।
عن ابن مسعود رضى الله عنه قال: جاء إليه رجل فقال: إن لى جارا يأكل الربا، وإنه لا يزال يدعونى، فقال: مهنأة لك وإثمه عليه، قال سفيان: إن عرفته بعينه لاف تصبه (مصنف عبد الرزاق، باب طعام الأمراء وآكل الربا، المجلس العلمى-8/150، رقم-14675)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– [email protected]