প্রচ্ছদ / ইসলামী আইন/শরয়ী শাস্তিবিধান / এক্সিডেন্টে মৃত পরিবারকে অর্থ জরিমানা দেয়ার হুকুম কী?

এক্সিডেন্টে মৃত পরিবারকে অর্থ জরিমানা দেয়ার হুকুম কী?

প্রশ্ন

আমাদের এলাকায় রাস্তার পাশে একটি বহুতল বিল্ডিং নির্মাণ হচ্ছে। সেখানে উপরতলায় কাজ করার সময় উপর থেকে রড পরে নিচে হাটতে থাকা একটি শিশু মারা গেছে।

এখন বিল্ডিং কর্তৃপক্ষ শিশুর পরিবারকে ৫ লাখ টাকা জরিমানা দিতে চাচ্ছে, আমার জানার বিষয় হলো, উক্ত টাকা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য গ্রহণ করা কি শরয়ী দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে? দয়া করে দ্রুত জানালে উপকৃত হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ। উক্ত জরিমানা গ্রহণ করা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জায়েজ আছে। কোন সমস্যা নেই।

إذا اصطلح القاتل وأولياء القتيل على مال سقط القصاص ووجب المال قليلا كان أو كثيرا…….لأنه حق ثابت للورثة يجرى فيه الإسقاط عفوا فكذا تعويضا الخ (هداية، كتاب الجنايات، فصل وإذا اصطلح القاتل، اشرفى-4/571)

ويسقط القصاص بصلحهم على مال وإن قل المال لأنه حقهم فيجوز تصرفهم فيه كيف شاوؤا (مجمع الأنهر، دار الكتب العلمية بيروت-4/326، مصرى قديم-2/627)

لو أن دابتين لو استقلبلتا واصطدمتها فعطبت إحداهما ولكل واحد منهما سائق فضمان التى عطبت على الآخر (فتاوى قاضيخان، كتاب الجنايات، فصل فى القتل الذى يوجب الدية، جديد زكريا-3/324، على هامش الهندية-3/444)

والصلح جائز عن دعوى الأموال…. ويصح عن جناية العمد والخطاء (هداية، اشرفى-3/231)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected] 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *