প্রশ্ন
আসসালামুয়ালাইকুম ।
আমি আমার মেয়ের নাম, ‘মানহা’ বিনতে শিহাব রাখতে চাই । মানহা নামের অর্থ কি? এবং এই নামটি কি শরিয়াত সম্মত ?
জাজাকাল্লাহু খায়ের ।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
منح তথা মানহুন মানে হলো: দান, প্রদান, মঞ্জুরকরণ, অনুদান। সেই হিসেবে ‘মানাহা’ নাম রাখতে পারেন। কোন সমস্যা নেই।
আপনার নিজের নামটাইতো সুন্দর না। শিহাব মানে হলো: উল্কা, অগ্নিশিখা, অগ্নিস্ফুলিঙ্গ। এমন নাম রাখা উচিত নয়।
قال رسول الله صلى الله عليه وسلم أنكم تدعون يوم القيامة بأسمائهم، وأسماء أبائكم، فأحسنوا أسمائكم (سنن أبى داود-2/676، رقم-4948)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
