প্রশ্ন
আসসালাম মুআ’লাইকুম
হুজুর জামাতে নামাজ পড়ার সময় ইমামের সাথে সাথে মুক্তাদীকে কি রুকু সেজদার তাসবীহ, আত্তাহিয়াতু, দরুদ, দোয়া মাছুরা, ও রুকু সেজদার যাওয়া আসার তাকবীর ইত্যাদী কি পড়তে বা বলতে হবে?
যদি ও আমি ছোটকাল থেকে কেরাত ব্যতীত সবই পড়ি কিন্তু শয়তান মাঝে মাঝে মনের মধ্যে সন্দেহ তৈরী করে তাই নামাজ পড়তে সমস্যা হয়।দলিল ভিত্তিক জানা থাকলে শয়তান সন্দেহ তৈরী করতে পারবে না।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জামাতে নামায পড়ার সময় শুধুমাত্র ইমামের সাথে কিরাত পড়া নিষেধ। বাকি অন্য কিছু পড়া নিষেধ নয়। বরং তাকবীরা তাহরীমা থেকে নিয়ে, সানা, রুকু সেজদার তাসবীহ, তাশাহুদ, দরূদ, দুআ মাসূরা, রুকু সেজদায় যাওয়া আসার তাকবীর ইত্যাদি যত কিছু ইমাম পড়বেন, সবই মুসল্লিগণও করবেন ও পড়বেন।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ” إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا، وَإِذَا قَالَ: {غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7] ، فَقُولُوا: آمِينَ، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا،
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অনুসরণ করার জন্যই তো ইমাম নিযুক্ত করা হয়। সুতরাং ইমাম যখন তাকবীর বলেন, তোমরাও তাকবীর বলো। যখন তিনি কিরাআত পড়েন তখন তোমরা নীরব থাকো। যখন তিনি গাইরিল মাগযূবি আলাইহিম ওয়ালায-যুআলীন বলেন, তখন তোমরা আমীন বলো। যখন তিনি রুকূ করেন, তখন তোমরাও রুকূ করো। আর যখন তিনি সামিআল্লাহু লিমান হামিদাহ বলেন, তখন তোমরা আল্লাহুম্মা রাববানা ওয়ালাকাল হামদ বলো। যখন তিনি সিজদা করেন, তখন তোমরাও সিজদা করো। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৮৪৬]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– [email protected]