প্রচ্ছদ / আদব ও আখলাক / অবাঞ্ছিত লোম ও কর্তিত নখ কি পুঁতে রাখা জরুরী?

অবাঞ্ছিত লোম ও কর্তিত নখ কি পুঁতে রাখা জরুরী?

প্রশ্ন

From: Nusrat
বিষয়ঃ Disposing Hair and Nails

প্রশ্নঃ
Assalamu Alaikum.
I heard that it is preferred to dispose nails and hair by burying them. But in city area how it is possible to do in daily basis. Can i flush them in toilet, saying bismillah 3 times on them? It also feels not good. Please help. JazakAllahu khairan.

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

চুল ও নখ পুতে রাখা জরুরী নয়। উত্তম বটে।

টয়লেটেও ফ্লাস করে দেয়া যায়। তিনবার বিসমিল্লাহ বলার দরকার নেই। এমনিতেই ফ্লাস করে দিলেই হবে।

وفى الخانية: ينبغى أن يدفن قلامة ظفره ومحلوق شعره، وإن رماه فلا بأس به (حاشية الطحطاوى على مراقى الفلاح-527)

فَإِذَا قَلَّمَ أَطِّفَارَهُ أَوْ جَزَّ شَعْرَهُ يَنْبَغِي أَنْ يَدْفِنَ ذَلِكَ الظُّفْرَ وَالشَّعْرَ الْمَجْزُوزَ فَإِنْ رَمَى بِهِ فَلَا بَأْسَ …….. ‌يَدْفِنُ ‌أَرْبَعَةً الظُّفْرَ وَالشَّعْرَ وَخِرْقَةَ الْحَيْضِ وَالدَّمَ كَذَا فِي الْفَتَاوَى الْعَتَّابِيَّةِ (الفتاوى الهندية، قديم-5/358، جديد-5/413)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *