প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / নামাযরত অবস্থায় ঘড়ি দেখে রাকাত নির্ধারণ করলে নামায হবে কি?

নামাযরত অবস্থায় ঘড়ি দেখে রাকাত নির্ধারণ করলে নামায হবে কি?

প্রশ্ন

হুজুরের কাছে আমার জানার বিষয় হলো, যোহরের নামায পড়াচ্ছিলাম। আমার ডান হাতে ঘড়ি ছিল। তৃতীয় রাকাত বিষয়ে  সন্দেহ হয়ে গিয়েছিল যে, তিন রাকাত হলো নাকি চার রাকাত? তখন ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নির্ধারণ করে নিলাম যে, আমি তিন রাকাতই পড়িয়েছি। কারণ, আমার চার মিনিটে চার রাকাত হয়ে থাকে। সেই হিসেবে ঘড়ি দেখে রাকাত নির্দিষ্ট করে বাকি নামায পূর্ণ করি। এখন আমার প্রশ্ন হলো, এভাবে ঘড়ি দেখে রাকাত নির্ধারণ করে যে নামায পড়লাম, এ নামায কি শুদ্ধ হয়েছে?

দয়া করে দ্রুত জানালে কৃতাজ্ঞ হতাম।

উত্তর

بسم الله الرحمن الرحيم

এভাবে ঘড়ি দেখে রাকাত নির্ধারণ করা মাকরূহে তাহরীমী। তবে নামায নষ্ট হয়নি।

ويفسد نظره إلى مكتوب وفهمه ولو مستفهما وإن كره الخ (الدر المختار مع رد المحتار، زكريا-2\397، كرتاشى-1\634)

ولو نظر إلى مكتوب وفهمه، فالصحيح أنه لا تفسد صلاته بالإجماع (هداية-1\138، حاشية الطحطاوى على مراقى الفلاح-341، الفتاوى الهندية-1\101، جديد-1\160)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *