প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / বাচ্চাদের প্রস্রাব লাগা কাপড়সহ নামায পড়ার হুকুম কী?

বাচ্চাদের প্রস্রাব লাগা কাপড়সহ নামায পড়ার হুকুম কী?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।
ভাই বাচ্চাদের পস্রাব অনেক সময় লাগে কাপড়ে,বিশেষ মুহূর্ত হয়ত কাপড় পাল্টানোও সম্ভব না।
তখন নামাজ আদায়ের কি হবে?
ধন্যবাদ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি পেশাবের পরিমাণ এক দিরহাম তথা সাড়ে তিন মাশার বা তার চেয়ে কম হয়, তাহলে উক্ত কাপড়সহ নামায কারাহাতের সাথে আদায় হবে।

এ কারণে উত্তম হলো উক্ত কাপড় খুলে নামায আদায় করা।

আর যদি নাপাকের পরিমাণ এক দিরহাম তথা সাড়ে তিন মাশার চেয়ে বেশি পরিমাণ হয়, তাহলে উক্ত কাপড়সহ নামায হবে না।

উক্ত নামায পুনরায় পবিত্র কাপড় পরিধান করে আদায় করতে হবে।

وإن كان فى ثوب المصلى نجاسة أكثر من قدر الدرهم لم تجز الصلاة (الجوهرة النيرة، ملتان-1/130، دار الكتب ديوبند-1/129)

وعفا الشارع عن قدر درهم وإن كره تحريما فيجب غسله وما دونه تنزيها، فيسن وفوقه مبطل فيفرض

وفى رد المحتار: وقدر الدرهم لا يمنع ويكون مسيئا وإن قل فالأفضل أن يغسلها ولا يكون مسيئا (رد المحتار، زكريا-1/520، شرح وقاية-1/124)

وبول مالا يؤكل لحمه كالآدمى ولو رضيعا، وتحته: لم يطعم سواء كان ذكرا أو أنثى (حاشية الطحطاوى على مراقى الفلاح-154)

وروى عن أبى حنيفة، وممن قال بوجوب غسلهما أبو حنيفة ومالك فى المشهور عنهما، وأهل الكوفة (بذل المجهود-1/218)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী, নরসিংদী।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *