প্রশ্ন
মুফতী সাহেব। বর্তমানে সারা দেশেই নির্বাচন চলছে। নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন প্রার্থীরা তাদের ছবি সম্বলিত গেঞ্জি বানিয়েছে।
এছাড়া মার্কেটেও অনেক ছবি সম্বিলিত গেঞ্জি ও সার্ট পাওয়া যায়।
এসব ছবি সম্বলিত জামা গায়ে দিয়ে নামায পড়ার হুকুম কী? দয়া করে বিস্তারিত জানালে ভালো হতো।
উত্তর
بسم الله الرحمن الرحيم
প্রাণীর ছবি সম্বলিত জামা গায়ে দিয়ে নামায পড়া মাকরূহে তাহরীমী। তাই এমন কাজ থেকে বিরত থাকা জরুরী।
আর যে ঘরে ছবি থাকে, সে ঘরে রহমাতের ফেরেশতা প্রবেশ করে না। তাই মসজিদে এমন জামা পরিধান করা যাওয়া জায়েজ নয়।
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ كَانَ قِرَامٌ لِعَائِشَةَ سَتَرَتْ بِهِ جَانِبَ بَيْتِهَا فَقَالَ النَّبِيُّ أَمِيطِي عَنَّا قِرَامَكِ هَذَا فَإِنَّهُ لاَ تَزَالُ تَصَاوِيرُهُ تَعْرِضُ فِي صَلاَتِي
আনাস (রাযি.) হতে বর্ণিত। ‘আয়িশাহ (রাযি.)-এর নিকট একটা বিচিত্র রঙের পাতলা পর্দার কাপড় ছিল। তিনি তা ঘরের এক দিকে পর্দা হিসেবে ব্যবহার করছিলেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমার সামনে থেকে তোমার এই পর্দা সরিয়ে নাও। কারণ সালাত আদায়ের সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে। [সহীহ বুখারী-১/৫৪, হাদীস নং-৩৭৪]
أَبَا طَلْحَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ تَدْخُلُ المَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ، وَلاَ صُورَةُ تَمَاثِيلَ»
আবূ ত্বলহা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যে বাড়িতে কুকুর থাকে আর প্রাণীর ছবি থাকে সেথায় ফেরেশতা প্রবেশ করে না। [সহীহ বুখারী, হাদীস নং-৩২২৫, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩৬৪৯]
وكذالك يكره الصلاة فى ثوب فيه تصاوير (المطيح البرهانى، كتاب الصلاة، الفصل الرابع فيما يكره فى الصلاة ومالا يكره-2\139، رقم-1421، الفتاوى التاتارخانية-1\2\303، رقم-2179، الفتاوى الهندية-1\107، جديد-1\166)
وإن كان التماثيل على الازار والستر فمكروه، …. ويكره التصاوير على الثوب صلى فيه او لم يصل عليه (خلاصة الفتاوى، كتاب الصلاة-1/58، المحيط البرهانى-2/139
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]