প্রচ্ছদ / কাফন-দাফন-জানাযা / মহিলা মারা গেলে মাইকে জানানো নিষেধ?

মহিলা মারা গেলে মাইকে জানানো নিষেধ?

প্রশ্ন

আমাদের এলাকায় একটি প্রচলন আছে যে,  মহিলা মারা গেলে তার জানাযার ঘোষণা মাইকে দেয়া যাবে না। কিন্তু পুরুষ মারা গেলে তার মৃত্যুর সংবাদ মাইকে করা যাবে।

আসলে এ বিপরীতমুখী বিধান কি আসলেই শরীয়তসম্মত? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

মৃত পুরুষ হোক বা নারী, আত্মীয় স্বজনকে মৃতের খবর জানানোর জন্য প্রয়োজনে মাইকে ঘোষণা করাতে কোন সমস্যা নেই।

তবে মৃতকে দ্রুত দাফন করা জরুরী। মাইকিং ও প্রচারের নামে দেরী করা উচিত নয়।

এছাড়া প্রচারের নামে পুরো শহর বা গ্রামজুড়ে মাইকিং করার অভ্যাসও পরিত্যাগ করতে হবে।

وَيُسْتَحَبُّ أَنْ يَعْلَمَ جِيرَانُهُ وَأَصْدِقَاؤُهُ حَتَّى يُؤَدُّوا حَقَّهُ بِالصَّلَاةِ عَلَيْهِ وَالدُّعَاءِ لَهُ، كَذَا فِي الْجَوْهَرَةِ النَّيِّرَةِ وَكَرِهَ بَعْضُهُمْ النِّدَاءَ فِي الْأَسْوَاقِ وَالْأَصَحُّ أَنَّهُ لَا بَأْسَ بِهِ، كَذَا فِي مُحِيطِ السَّرَخْسِيِّ وَيُسْتَحَبُّ أَيْضًا أَنْ يُسَارَعَ إلَى قَضَاءِ دَيْنِهِ وَإِبْرَائِهٍ مِنْهُ وَيُبَادَرُ إلَى تَجْهِيزِهِ وَلَا يُؤَخَّرُ (الفتاوى الهندية-1\157، رد المحتار-3\83، بدائع الصنائع-3\22، الجوهر النيرة-1\147، خانية على هامش الهندية-1\186)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

One comment

  1. العبد المرحوم

    جزاكم الله خيرًا في الدارين وبارك الله فيكم

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *