প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / হিন্দু বাড়িতে টিউশনী ও খানা খাওয়ার হুকুম কী?

হিন্দু বাড়িতে টিউশনী ও খানা খাওয়ার হুকুম কী?

প্রশ্ন

From: রাসেদুল ইসলাম
বিষয়ঃ tutioni

প্রশ্নঃ
আসসালামুয়ালাইকুম হুজুর,আশা করি ভাল আছেন। আমি shajalal university,sylhet.এ  2nd year এ পড়ি।আমি একটি হিন্দু পরিবারে টিউশনি করি। ছাত্রের বাবা আমার university,এর লাইব্রেরিয়ান এবং মা স্কুল  এর টিচার। তাদের বাড়িতে খাওয়া এবং তাদের থেকে যে টাকা আমি নিব তা জায়েজ হবে কি না জানতে চাই ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

গোশত ছাড়া অন্য কিছু খাওয়া যাবে। তবে না খাওয়াই উচিত। একান্ত বাধ্য হলে খেতে পারবেন।

আর টিউশনী করে টাকা নেয়া জায়েজ আছে।

عَنْ أَبِي ثَعْلَبَةَ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ قُدُورِ الْمَجُوسِ فَقَالَ ‏ “‏ أَنْقُوهَا غَسْلاً وَاطْبُخُوا فِيهَا

আবূ সালাবা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, মাজুসীদের (অগ্নি উপাসক) হাড়ি-পাতিল সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হল। তিনি বললেনঃ এগুলো ধুয়ে পরিষ্কার করে নাও, তারপর এগুলো রান্নার কাজে লাগাও। [সুনানে তিরমিজী, হাদীস নং-১৭৯৬]

وما يأتى به المجوس فى نيروزهم من الأطعمة إلى الأكابر والسادات من كانت بينهم وبينهم معرفة ذهاب ومجى فقد إن اخذ ذلك على وجه الموافقة لفرحهم يضر ذلك لدينه، وإن أخذه لا على ذلك الوجه لا بأس به والاحتراز عنه أولى (الفتاوى التاتارخانية-7\348، رقم-10657، المحيط البرهانى-7\429، رقم-9289)

عن على عن النبى صلى الله عليه وسلم إن كسرى أهدى له فقبل، وإن الملوك أهدوا إليه فقبل منهم (سنن الترمذى، كتاب السير، باب ما جاء فى قبول هدايا المشركين-1\286، دار السلام، رقم-1576)

আলী (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিসরা (পারস্য সম্রাট) উপহার পাঠালে তিনি তা নেন। বিভিন্ন দেশের রাজা-বাদশাগণ তার জন্য উপহার পাঠালে তিনি তা গ্রহণ করেছেন। [সুনানে তিরমিজী, হাদীস নং-১৫৭৬]

ومن المشائخ من وفق من وجه آخر، فقال: لم يقبل من شخص علم أنه لو قبل منه لا يقل صلابته وعزته فى حقه ويلين له بسبب قبول الهدية (الفتاوى التاتارخانية-18\169، رقم-28385، المحيط البرهانى-8\71، رقم-9610، هندية-5\348، جديد-5\402)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *