প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / হায়েজা অবস্থায় বিবাহ করা মহিলাকে সহবাস ছাড়া তালাক দিলে ইদ্দত পালন করতে হবে কি?

হায়েজা অবস্থায় বিবাহ করা মহিলাকে সহবাস ছাড়া তালাক দিলে ইদ্দত পালন করতে হবে কি?

প্রশ্ন

আসসালামু আলাইকুম

আমি হুজুর অনেক বড় সমস্যায় আছি।

আমার ইচ্ছার বিরুদ্ধে ফ্যামিলির জন্য আমি বিয়ে করতে রাজি হই। বিয়ের আগের দিন আমার পিরিয়ড হয়, আর আমার বিয়ের দিনের ৩ রাত পর্যন্ত আমার স্বামী আমার সাথে ঘুমায়। পিরিয়ড এর জন্য আবার আমার ইচ্ছা ছিল না বিধায় সে আমার সাথে কোন প্রকার শারিরীক সম্পর্কে জড়ায় নি।

এখন হুজুর আমার প্রশ্ন হচ্ছে…

সে আমাকে তালাক দেয়ার পর আমি পুনরায় বিয়ে করতে চাইলে কি ইদ্দত পালনের দরকার আছে কি???

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যেহেতু আপনারা একসাথে থেকেছেন। যাকে খালওয়াতে সহীহা বলা হয়। তাই তালাকের পর আপনার তালাকের ইদ্দত পালন করতে হবে।

ইদ্দত শেষ হবার আগে অন্যত্র বিয়ে করা যাবে না।

وسبب وجوبها عقد النكاح المتأكد بالتسليم، وما جرى مجراه من موت أو خلوة أى صحيحة (الدر المختار مع رد المحتار-5\180)

أما سبب وجوبها فلكل نوع منها سبب، الثانى الدخول حقيقة أو حكما (البحر الرائق-4\216، الفتاوى التاتارخانية-5\226، رقم-7722

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *