প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ওষুধ প্রবেশ করালে বা রক্ত বের করলে অজু ভেঙ্গে যাবে?

ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ওষুধ প্রবেশ করালে বা রক্ত বের করলে অজু ভেঙ্গে যাবে?

প্রশ্ন

ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ওষুধ প্রবেশ করালে অজু ভাঙ্গবে কি? ইঞ্জেকশনের মাধ্যমে শরীর থেকে রক্ত বের করলে অজুর হুকুম কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে অষুধ প্রবেশ করালে অজু ভাঙ্গবে না। কারণ ইঞ্জেকশনের মাধ্যমে যদি সূচের আগা দিয়ে অল্প রক্ত বেরও হয়, সেটি প্রবাহিত পরিমাণ হয় না। তাই এতে অজু ভাঙ্গে না। যদি প্রবাহিত হয়ে যেত এমন পরিমাণ হয়, তাহলে এতে অজু ভেঙ্গে যাবে।

তবে যদি সিরিঞ্জের মাধ্যমে রক্ত বের করে আনা হয়, তাহলে এর দ্বারা অজু ভেঙ্গে যাবে। কারণ এই পরিমাণ রক্ত বের হয়, যা প্রবাহিত পরিমাণ হয়ে থাকে।

القراد إذا مص عضو إنسان فامتلأ دما إن كان صغيرا لا ينقض وضوءه كما لو مصت الذباب أو البعوض وإن كان كبيرا ينقض وكذا العلقة إذا مصت عضو إنسان حتى امتلأت من دمه انتقض وضوءه الخ

إذا خرج من الجرح دم قليل فمسحه ثم خرج أيضا ومسحه فإن كان الدم بحال لو ترك ما قد مسح منه سال انتقض وضوءه وإن كان لا يسيل لا ينتقض وضوءه (الفتاوى الهندية، كتاب الطهارة، الفصل الخامس في نواقض الوضوء-1/6

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *