প্রশ্ন
আসসালামু আলাইকুম,
আমার অযু নিয়ে আরেকটি প্রশ্নঃ
অযু সংক্রান্ত একটি দু’আ ছোটবেলা থেকেই মুখস্থ করে আসছি। দু’আটি হলোঃ
“বিসমিল্লাহিল আলিয়্যিল আযিম, ওয়াল আলহামদু লিল্লাহি আলা দ্বীনিল ইসলাম।
আল ইসলামু হাক্কুও ওয়াল কুফরু বাতিলুন, ওয়াল ইসলামু আলা কুফরু যুলমাহ।”
এই দু’আাটির কোন রেফারেন্স কি আছে, নাকি আমি এত বছর ধরে একটি বিদ’আত আমল করছি? এই বিষয়টি নিয়ে অনেক টেনশনে আছি আমাকে টেনশন মুক্ত করবেন আশা করছি।
মুহাম্মদ আনোয়ার হোসেন
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার বলা দুআটির কোন রেফারেন্স আমরা খুজে পাইনি। তবে অজু করার শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়ার কথা হাদীসে এসেছে। {আবু দাউদ-১/১৪, তিরমিজী-১/১৩, কিতাবুল আজকার-২/২}
আর অজুর মাঝে পড়বে
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي ، وَوَسِّعْ لِي فِي دَارِي ، وَبَارِكْ لِي فِي رِزْقِي
বাংলা উচ্চারণ– আল্লাহুম্মাগফিরলী জাম্বী ওয়া ওয়াসসি’লী ফী দারী ওয়া বারিকলী ফী রিযকী। {সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-৯৯০৮, কানযুল উম্মাল, হাদীস নং-৫০৮০, মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-৭২৭৩, মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৯৩৯১}
অজুর শেষে উপরের দিকে তাকিয়ে পড়বে
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
বাংলা উচ্চারণ– আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহূ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। {সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-৯৯১২, সুনানে আবু দাউদ, হাদীস নং-১৬৯, সুনানে দারেমী, হাদীস নং-৭১৬, সহীহ মুসলিম, হাদীস নং-২৩৪, কানযুল উম্মাল, হাদীস নং-২৬০৭৪}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।