আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!
সম্মানিত দ্বীন দরদী ভাই ও বোনেরা!
আপনাদের প্রিয় প্রতিষ্ঠান তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা সেই ২০১৪ ঈসাব্দ থেকে রব্বে কারীমের রহমাতের আপনাদের দুই ও আন্তরিক দুআর বদৌলতে অধ্যবধি তার দ্বীনী খিদমাত করে যাবার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বাংলা ভাষায় ইসলামিক বিষয়ে সবচে’ সমৃদ্ধ ওয়েব সাইট www.ahlehaqmedia.com এর মাধ্যমে প্রশ্নোত্তর ও প্রবন্ধ নিবন্ধ প্রকাশ করে উম্মতের দ্বীনী তাকাযা পূর্ণ করে আসছে।
এছাড়া “আহলে হক মিডিয়া অফিসিয়াল” ইউটিউব চ্যানেলের মাধ্যমে নানা বিষয়ে ভিডিও আপলোড করে দ্বীনী খিদমাত আঞ্জাম দিয়ে আসছে।
বাসা ভাড়া, স্টাফ বেতনসহ প্রাতিষ্ঠানিক খরচ চালাতে প্রতিষ্ঠানটি হিমশিম খাচ্ছে। তাই হৃদয়বান উম্মতে মুসলিমার নিকট আন্তরিক ও সহযোগিতা কামনা করছি।
প্রতি মাসে শুধুমাত্র ১০০/= (একশত টাকা) অনুদান প্রতিষ্ঠানে পাঠিয়ে আমরা উক্ত দ্বীনী খিদমাতে অংশীদার হতে পারি।
যেভাবে অনুদান পাঠাবেন
১- যাদের সুযোগ হয় তারা প্রতি মাসে আমাদের প্রতিষ্ঠানের অফিসে এসে জমা দিবেন।
২- দূরে অবস্থানকারীগণ বিকাশ, রকেট বা নগদ এর মাধ্যমে টাকা পাঠাতে পারেন।
অনুদান পাঠানোর ঠিকানা
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
বিকাশ– 01723785925, রকেট– 01723785925-0, নগদ– 01723785925
একাউন্ট এড্রেস
islami bank bangladesh limited
Branch Rampura, Dhaka
Account Title– LUTFOR RAHMAN FARAZI AKRAM
Account No– 20502260202166316
সংক্ষেপে–21663
মেইল– ahlehaqmedia2014@gmail.
মোবাইল-০১৭২৩৭৮৫৯২৫, ০১৯৬৬৬৩৮৩৫৬।