প্রচ্ছদ / আজান ও ইকামত / আজানের দুআর শেষে ‘ইন্নাকা লা তুখলিফুল মী’আদ’ বলা কি বিদআত?

আজানের দুআর শেষে ‘ইন্নাকা লা তুখলিফুল মী’আদ’ বলা কি বিদআত?

প্রশ্ন

মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমাদের এলাকার কিছু লা মাযহাবীরা বলে যে, আজানের দুআর শেষে ‘ইন্নাকা লা তুখলিফুল মী’আদ’ বলা নাকি বিদআত।

এ বিষয়ে হুজুরের কাছ থেকে সঠিক বক্তব্য আশা করছি। দয়া করে জানালে কৃতার্থ হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

আজানের দুআর শেষে ‘ইন্নাকা লা তুখলিফুল মী’আদ’ পড়াকে বিদআত বলা বাড়াবাড়ি।

এ সংক্রান্ত হাদীসে বর্ণনা পাওয়া যায়। যদিও তা শাজ পর্যায়ের হাদীস। কিন্তু আমল করাতে কোন সমস্যা নেই।

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ: اللَّهُمَّ إِنَّى أَسْأَلُكَ بِحَقِّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا، الَّذِي وَعَدْتَهُ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ إِلَّا حَلَّتْ لَهُ شَفَاعَتِي “ (السنن الصغير للبيهقى، رقم-296، الدعوات الكبير، رقم-49، السنن الكبرى للبيهقى، رقم-1933)

فَإِذَا فَرَغَ الْمُؤَذِّنُ مِنْ الْأَذَانِ يَقُولُ الْمُسْتَمِعُ: اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَالدَّرَجَةَ الرَّفِيعَةَ وَالْمَقَامَ الْمَحْمُودَ الَّذِي وَعَدْته إنَّك لَا تُخْلِفُ الْمِيعَادَ، (مجمع الأنهر فى شرح ملتقى الأبحر-1\76، دار احياء التراث

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *