তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারে “ইফতা” নৈশ ও মাদানী নেসাব বিভাগে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু!
ইফতা বিভাগ সম্পর্কিত!
………………………………………………
প্রিয় তালিবুল ইলম ভাই ও বন্ধুগণ!
তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার, রামপুরা, ঢাকা-১২১৯ এর ফতোয়া বিভাগ ( ১বছর মেয়াদী) সাফল্যের দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। আলহামদুলিল্লাহ প্রথম বছর অত্যন্তু সুনামের সাথে তারা তাদের শিক্ষা কাযক্রম সম্পন্ন করেছে।
ইনশাআল্লাহ, গত বছরের ন্যায় এবারও ইফতা বিভাগে ছাত্র ভর্তি নেয়া হবে।
তবে দেশের পরিস্থিতির কারণে এবার ভর্তি কার্যক্রম পদ্ধতি কিছুটা ভিন্ন আঙ্গিকে হবে।
ইফতা বিভাগে ভর্তির যোগ্যতা:
➡ দাওরায়ে হাদীসের প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল অন্তত ‘মুমতায’ বা ‘জায়্যিদ জিদ্দান’ হতে হবে।
➡ গতবছর মেশকাতের বোর্ড পরীক্ষার ফলাফল অন্তত ‘মুমতায’ বা ‘জায়্যিদ জিদ্দান’ হতে হবে।
যেভাবে ভর্তি হবেন!
১
যারা মাদরাসায় এসে ভর্তি হতে পারবেন তারা মাদরাসায় এসে ভর্তি কার্য সমাধা করবেন।
যাদের আপাতত আসা সম্ভব নয় তারা প্রথমে নিচের লিংক থেকে ভর্তি ফরমটি পুরণ করে সাবমিট করবেন।
ভর্তি ফরমের লিংক:
https://surveyheart.com/form/5ed36bb1fca9e95549671ffa
২
উক্ত ফর্ম পাঠানোর পর উস্তাযগণ আপনাকে (ফতোয়া বিভাগের জন্য) মৌখিক পরীক্ষার উপযুক্ত মনে করলে, অন লাইনে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে ফোন করে জানাবেন।
যেভাবে অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ করবেন:
………………………………………………………………..
ক. একটি স্মার্ট ফোন বা লেপটপ সংগ্রহ করুন।
খ. গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ইমু বা হোয়টসএপ ইনস্টল করুন।
গ. ভিডিও কলের মাধ্যমে মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হবে।
ঘ. মোবাইলে অন্তত দুই জিবি (2 GB) ডেটা প্যাক কিনে রাখবেন। যেখানে ভালো নেট কানেকশন থাকে সেখান থেকে জয়েন করবেন।
পরীক্ষার পরিবেশ যেমন রাখার চেষ্টা করবেন:
………………………………………………………………..
ক. আপনি যেখানে পরীক্ষা দিবেন এর আশে পাশে কেনো হৈ চৈ যেনো না হয়।
খ. নীরবতা বজায় রাখতে হবে।
গ. পরীক্ষার্থীর সাথে অন্য কেউ থাকবে না।
পরীক্ষায় যা থাকবে:
………………………………
ক. হেদায়া কিতাবুল বুয়ূ।
খ. ফাতহুল কাদীর (কিতাবুল বুয়ূ)।
গ. নূরুল আনোয়ার, কিতাবুল্লাহ।
হাতের লেখা উপস্থিত লিখে ভিডিওর মাধ্যমে দেখাতে হবে। আরবী, বাংলা ও উর্দু।
পরীক্ষা যেভাবে নেয়া হবে:
…………………………………………..
ক. কিতাবের ইবারত জিজ্ঞাসা করা হবে। মতলব ও মাফহুম বুঝিয়ে দিতে বলা হবে। (উক্ত কিতাবের ইবারত আমরা অনলাইনেই শেয়ার করব) কিতাব নিয়ে আপনার পেরেশানি করতে হবে না।
খ. ইবারত পড়ে শুনাতে হবে।
গ. ইবারত সংশ্লিষ্ট যেকোন জিজ্ঞাসা করা হতে পারে।
ঘ. ফিকহ বিষয়ক অন্যান্য প্রশ্ন থাকতে পারে।
পাশ নম্বর: অন্তত ১০০ এর মধ্যে ৭০ নম্বর পেতে হবে।
পরীক্ষা শুরু:
……………………
আগামী ১লা জুন থেকে উপরোক্ত পন্থায় পরীক্ষা নেয়া শুরু হবে। একেকদিন একেকজনকে পরীক্ষার জন্য কল দেয়া হবে। অন লাইন আবেদন ৬ জুন পর্যন্ত গ্রহণ করা হবে।
ভর্তির প্রক্রিয়া:
……………………..
উপরোক্ত পন্থায় অন লাইন লাইভে পরীক্ষায় উত্তীর্ণ হলে ও ভর্তির উপযুক্ত মনে হলে ফোন বা মেইল করে জানিয়ে দেয়া হবে।
ভর্তি ফরমঃ ২০০/= (দুইশত টাকা)
ভর্তি ফিঃ ৪,০০০/= [৪ হাজার টাকা]
মাসিক প্রদেয়ঃ ৪,০০০/= [৪ হাজার টাকা]
ইনশাআল্লাহ, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ফোনে মাদ্রাসায় যোগাযোগ করে টাকা পাঠিয়ে ভর্তি নিশ্চিত করবেন। এরপর যখন মাদ্রাসা খুলবে, তখন স্বাস্থ্যবিধি মেনে মাদরাসায় আসবেন ইনশাআল্লাহ্।
………………………………………………………………
নৈশ মাদরাসা!
…………………
জেনারেল শিক্ষিতদের জন্য আলেম কোর্স “নৈশ মাদরাসা”। বিগত ৫ বছর ধরে “তালীমুল ইসলাম নৈশ মাদরাসা” অত্যান্ত সুনামের সাথে তার শিক্ষা কার্যক্রম পরিচালিত করে আসছে।
এবারো সেই ধারা অক্ষুন্ন রাখার প্রত্যয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
নৈশ বিভাগে যেভাবে ভর্তি হবেন!
…………………………………………
নিচের দেয়া লিংক থেকে ভর্তি ফরমটি পূর্ণ করে পাঠিয়ে ভর্তির ফী প্রদান করে ভর্তি সম্পন্ন করে নিবেন।
ফরমের লিংকঃ
https://surveyheart.com/form/5ed36bb1fca9e95549671ffa
ভর্তি ফরমঃ ২০০/=
ভর্তি ফি– ২,০০০/=
মাসিক প্রদেয়ঃ ২,০০০/=
…………………………………………………………………
মাদানী নেসাব বিভাগ
………………………….
যোগ্য ও পরিশ্রমী উস্তাদদের তত্বাবধানে মাদানী নেসাব বিভাগ পরিচালিত হবে।
তাই আগ্রহী তালেবুল ইলমরা উক্ক বিভাগে ভর্তি হবেন।
যেভাবে অনলাইন ভর্তি হবেন!
………………………………………………
নিচের দেয়া লিংক থেকে ভর্তি ফরমটি পূর্ণ করে পাঠিয়ে ভর্তির ফী প্রদান করে ভর্তি সম্পন্ন করে নিবেন।
ফরমের লিংকঃ
https://surveyheart.com/form/5ed36bb1fca9e95549671ffa
ভর্তি ফরমঃ ২০০/= [২শত টাকা]
ভর্তি ফিঃ ৪,০০০/= [৪হাজার টাকা]
মাসিক প্রদেয়ঃ ৪,০০০/= [৪ হাজার টাকা]
…………………………………………………………………
যোগাযোগ
পরিচালক
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতীঃ তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
১৫০/সি পশ্চিম রামপুরা, ওয়াপদা রোড ঢাকা-১২১৯।
(রামপুরা পাওয়ার হাউজে বাম দিকের সাত তলা বিল্ডিংয়ের ষষ্ঠ তলা, ১২ নং ফ্ল্যাট)
ভর্তি সংক্রান্ত তথ্য জানতেঃ
…………………………………
মুফতী আজীজুর রহমান হাসান ফরায়েজী– ০১৯৫৫৩২৭১০৪
মুফতী আহসানুল ইসলাম -০১৯৯১৯৯৯৪৭৯
পরিচালকঃ 01723785925, 01966638356