প্রশ্ন
হুজুর! খুব দ্রুত জানালে ভালো হবে। ১-২ দিনের মধ্যে হলে ভালো হয়।
আমার নিম্ন বর্ণিত পরিমান সম্পদ আছে=
• ১ লাখ ৭০ হাজার = পাওনা- টাকা, যা দিচ্ছে না। বারবার ঘুরাচ্ছে
• স্বর্ণ = দেড় ভরি
• নগদ ক্যাশ= পাঁচ হাজার
• জমি = পতিত
- কিছু গাছ রোপন করা আছে- যা এখনো বিক্রির অনুপযুক্ত (এখনো অনেক ছোট)। উপযুক্ত হলে বিক্রি করা হবে।
* কিছু কলা গাছ= কিছু কলা বিক্রি করা হয়, কিছু খাওয়া হয়।
উল্লেখ্য; আমার কিছু ঋণও আছে।
(১) এক্ষেত্রে যাকাতের হুকুম কি?? যাকাত আবশ্যক হবে? (২) হলে কোন্ কোন্ সম্পদের উপর??
উত্তর
بسم الله الرحمن الرحيم
পাওনা টাকা, দেড় ভরি স্বর্ণ ও হাতে থাকা ৫ হাজার টাকার মাঝে আপনার উপর আবশ্যক ঋণের পরিমাণ টাকা বাদ দিয়ে বাকি টাকার উপর বছরান্তে যাকাত আদায় করতে হবে।
কারণ, অন্যকে দেয়া ঋণের উপর যাকাত আবশ্যক হয়। সেই হিসেবে দেড় লাখ টাকা এবং দেড় ভরি স্বর্ণমূল্য ও নগদ ৫ হাজার টাকার সর্বমোট যা হবে, তা থেকে আপনার কাছে পাওনা ঋণ বাদ দিয়ে যা থাকবে এর চল্লিশ ভাগের এক ভাগ যাকাত হিসেবে প্রদান করতে হবে।
বাকি সম্পদের উপর যাকাত আবশ্যক হবে না।
وقوي ، وهو ما يجب بدلا عن سلع التجارة إذا قبض أربعين زكى لما مضى كذا في الزاهدي (الفتاوى الهندية، كتاب الزكاة، الباب الأول-1/175، البحر الرائق-2/207، النهر الفائق-1/416)
وفى الهداية: ولو كان الدين على مقر ملئ أو معسر تجب الزكاة لإمكان الوصول اليه ابتداء وبواسطة الحصيل وكذا ولو كان على جاحد وعليه بينة (الهداية-1/186)
وفى الدر المختار: ولو كان الدين على مقر ملئ أو على معسر أو مفلس… او على جاحد عليه بينة….. فوصل الى ملكه لزم زكاة ما مضى، (رد المحتار، كتاب الزكاة-2/266-267
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]
ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন কীভাবে পাঠাবো?
ইমেইল করলে হবে?
হ্যা।