প্রচ্ছদ / প্রশ্নোত্তর / বছরের মাঝে বৃদ্ধি পাওয়া সম্পদের যাকাত কি বছর অতিক্রান্ত হওয়া সম্পদের সাথে আদায় করতে হয়?

বছরের মাঝে বৃদ্ধি পাওয়া সম্পদের যাকাত কি বছর অতিক্রান্ত হওয়া সম্পদের সাথে আদায় করতে হয়?

প্রশ্ন

Thank you. But I transferred $10,000 is in my account 8 months ago? I knew Jakat needs to pay if money is saved minimum for 1 year? Please clarify this for me.

Also please calculate for me how much $ needs to be paid as jakat?

Thank you

Regards

Md Hoque

উত্তর

بسم الله الرحمن الرحيم

যাকাত আবশ্যক হবার জন্য যাকাতযোগ্য সমুদয় সম্পদের উপর বছর অতিক্রান্ত হওয়া জরুরী নয়। বরং শুধুমাত্র নিসাব পরিমাণ সম্পদের উপর বছর অতিক্রান্ত হওয়া জরুরী।

যেমন সাড়ে বায়ান্ন তোলা রূপা সমমূল্য কথার কথা ৬০ হাজার টাকা। আপনি বছরের শুরুতে উক্ত টাকার মালিক হলেন। বছর শেষ হবার মুহুর্তে আপনি এক লাখ লাখ টাকার মালিক হয়ে গেলেন। কিন্তু এ এক লাখ টাকার উপর বছর অতিক্রান্ত হয়নি। মাত্রই মালিক হলেন। কিন্তু বছর শেষে যখন আপনি যাকাত দিতে যাবেন, তখন আপনার হাতে থাকা যাকাতযোগ্য সমুদয় সম্পদেরই যাকাত দিতে হবে।

সেই হিসেবে যদিও এক লাখ টাকার উপর বছর অতিক্রান্ত হয়নি, কিন্তু যাকাত প্রদানের সময় আপনি তার মালিক। তাই উক্ত সম্পদেরও যাকাত দিতে হবে।

কারণ, বছর জোরে মালিক থাকতে হয় শুধুমাত্র নিসাব পরিমাণ মালের। যেহেতু এটা পাওয়া গেছে, তাই বছরান্তে যত যাকাতযোগ্য সম্পদ থাকে, তার পুরোটার উপর যাকাত আবশ্যক হয়।

আপনার আগের প্রশ্ন অনুপাতে আপনি যেহেতু মোট ৪০ হাজার ডলারের মালিক। তাই উক্ত সম্পদের ৪০ ভাগের এক ভাগ বা শতকরা আড়াই টাকা হারে যাকাত হিসেবে প্রদান করতে হবে।

এ হিসেবে আপনার উপর যাকাত আসবে ১ হাজার ডলার।

فى الدر المختار: (وَالْمُسْتَفَادُ) وَلَوْ بِهِبَةٍ أَوْ إرْثٍ (وَسَطَ الْحَوْلِ يُضَمُّ إلَى نِصَابٍ مِنْ جِنْسِهِ) فَيُزَكِّيهِ بِحَوْلِ الْأَصْلِ،

وفى رد المحتار- ( قوله إلى نصاب ) قيد به ؛ لأنه لو كان النصاب ناقصا وكمل بالمستفاد فإن الحول ينعقد عليه عند الكمال ، بخلاف ما لو هلك بعض النصاب في أثناء الحول فاستفاد ما يكمله فإنه يضم عندنا ، وأشار إلى أنه لا بد من بقاء الأصل ؛ حتى لو ضاع استأنف للمستفاد حولا منذ ملكه ، فإن وجد منه شيئا قبل الحول ولو بيوم ضمه وزكى الكل ، (رد المحتار، كتاب الزكاة، باب زكاة الغنم-3/214 زكريا، بدائع الصنائع-2/15

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *