প্রশ্ন
জুমআর নামায আদায়ের জন্য কতজন মুসল্লি হওয়া আবশ্যক?
উত্তর
بسم الله الرحمن الرحيم
ইমাম ছাড়া কমপক্ষে তিনজন মুসল্লি হওয়া আবশ্যক। যারা খুতবা ও জুমআয় শরীক থাকবে। এর চেয়ে কম সংখ্যক মুসল্লি হলে সেখানে জুমআ সহীহ হবে না।
السادسة الجماعة: وأقلها ثلاثة رجال، ولو غير الثلاثة الذين حضروا الخطبة سوى الإمام بالنص، لأنه لابد من الذكر وهو الخطيب وثلاثة سواه بنص فاسعوا إلى ذكر الله (رد المحتار-3\24)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল-ahlehaqmedia2014@gmail.com