প্রচ্ছদ / জুমআ ও ঈদের নামায / জুমআ পড়তে না পারলে যোহর কি সুন্নতসহ পড়তে হবে?

জুমআ পড়তে না পারলে যোহর কি সুন্নতসহ পড়তে হবে?

প্রশ্ন

হযরত,জুমুআর সালাত আদায় করতে না পারলে যোহর নামায পড়ব, এ ক্ষেত্রে শুধু ফরয পড়ব না সুন্নত সহ পড়ব? জানালে খুশি হব। —শহীদ,সিলেট।

উত্তর

بسم الله الرحمن الرحيم

সুন্নতসহ ফরজ পড়তে হবে।

وفى الجمعة: واختيار المشائخ أنه إذا وجدت شرائط الجمعة فالفرض هوالجمعة إن أدرك وصلى، وإن لم يدرك ففرضه الظهر (الفتاوى التاتارخانية-2\545، رقم-3258

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ওষুধ কোম্পানী থেকে ডাক্তারের প্রাপ্ত হাদিয়া-গিফট গ্রহণ কী জায়েজ?

প্রশ্ন নামঃ M.s. Shafi আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, প্রশ্নঃ ডাক্তারদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন কম্পানির রিপ্রেজেনটেটিভ …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস