প্রশ্ন
যদি কারো বাবা-মা, স্ত্রী, ছেলে-মেয়ে, কেউ নেই, কিন্তু ভাই-বোন এবং ভাইয়ের ছেলেমেয়েরা আছে, এমতাবস্থায় তার সম্পত্তি কে কে পাবে?
প্রশ্নকর্তা- দিদার।
উত্তর
بسم الله الرحمن الرحيم
ভাই বোন এবং ভাইয়ের ছেলেরা থাকা অবস্থায় শুধুমাত্র ভাইবোনেরা আসাবা হিসেবে পূর্ণ সম্পদ পাবে।
এক ভাই দুই বোনের সমান পাবে। এই হিসেবে উক্ত ব্যক্তির পূর্ণ সম্পদ ভাইবোনদের মাঝে বন্টন করে দেয়া হবে।
ভাইবোন থাকা অবস্থায় ভাইয়ের ছেলেমেয়েরা কিছুই পাবে না।
يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلَالَةِ ۚ إِنِ امْرُؤٌ هَلَكَ لَيْسَ لَهُ وَلَدٌ وَلَهُ أُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ ۚ وَهُوَ يَرِثُهَا إِن لَّمْ يَكُن لَّهَا وَلَدٌ ۚ فَإِن كَانَتَا اثْنَتَيْنِ فَلَهُمَا الثُّلُثَانِ مِمَّا تَرَكَ ۚ وَإِن كَانُوا إِخْوَةً رِّجَالًا وَنِسَاءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ ۗ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ أَن تَضِلُّوا ۗ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ [٤:١٧٦
মানুষ আপনার নিকট ফতোয়া জানতে চায় অতএব, আপনি বলে দিন, আল্লাহ তোমাদিগকে কালালাহ এর মীরাস সংক্রান্ত সুস্পষ্ট নির্দেশ বাতলে দিচ্ছেন, যদি কোন পুরুষ মারা যায় এবং তার কোন সন্তানাদি না থাকে এবং এক বোন থাকে, তবে সে পাবে তার পরিত্যাক্ত সম্পত্তির অর্ধেক অংশ এবং সে যদি নিঃসন্তান হয়, তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে। তা দুই বোন থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ। পক্ষান্তরে যদি ভাই ও বোন উভয়ই থাকে, তবে একজন পুরুষের অংশ দুজন নারীর সমান। তোমরা বিভ্রান্ত হবে আল্লাহ তোমাদিগকে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন। আর আল্লাহ হচ্ছেন সর্ব বিষয়ে পরিজ্ঞাত। [সূরা নিসা-১৮৭]
وأما للأخوات لأب وأم……… ومع الأخ لأب وأم للذكر مثل حظ الأنثيين، يصرن به عصبة، لاستوائهم فى القرابة إلى الميت (السراجى فى الميراث-24)
الأقرب فالأقرب، يرجحون بقرب الدرجة: أنى أولهم بالميراث…… ثم جزء أبيه، أى الإخوة، ثم بنوهم وان سفلوا…. (السراجى فى الميراث-32-33
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী –তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।