প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / অযু ছাড়া জুমআর খুতবা দেয়ার হুকুম কী?

অযু ছাড়া জুমআর খুতবা দেয়ার হুকুম কী?

প্রশ্ন :

মুহতারাম আমি ভুলে অজু ছাড়া জুমার খুৎবা দেই। তার পর অজু করে এসে জুমার নামাজ পড়াই । জানার বিষয় হলো আমার খুৎবা আদায় হয়েছে কী ?
নিবেদক
আব্দুর রহমান
দোহার, ঢাকা

উত্তর :

بسم الله الرحمن الرحيم

আপনার খুৎবা আদায় হয়ে গিয়েছে । তবে এমনটি করা মাকরূহ ।

جاء في التاتار خانية : 2/ 569 (ط. زكريا ) ولو خطب  وهو جنب أو محدث ثم إغتسل ، أو توضأ وصلى بهم الجمعة أجزأه ، وهذا مذهبنا إلا أنه لو تعمد ذلك يصير سيئا، انتهى

وجاء في الجوهرة النيرة ص 139 وان خطب قاعدا أو على غير طهارة جاز لحصول المقصود ، وهو الذكر و الوعظ إلا أنه يكره ، انتهى

والله اعلم بالصواب
উত্তর লিখনে :
মুহা.আবুল হাসান
ছাত্র : ইফতা বিভাগ
মা’হাদুত তা’লীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা ।

সত্যায়নে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী– মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা।

মেইল[email protected]

0Shares

আরও জানুন

নামাযে দুই পায়ের মাঝে কেমন ফাঁকা রাখবে? পাশের জনের সাথে কতটুকু দূরত্বে দাঁড়াবে?

প্রশ্ন আমরা দেখে থাকি একদল ভাইয়েরা নামাযের সময় এমনভাবে দাঁড়ায়, যার কারনে পাশে আর একজন …