প্রশ্ন
আসসালামু আলাইকুম।
আমার প্রশ্ন হচ্ছে, নাভির নিচের ও বগলের পশম রিমোভ করার জন্য যদি ব্লেড বা রেজার ইউজ না করে চুল কাটার মেশিন দিয়ে যদি রিমোভ করি, তাহলে হবে কি না?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হ্যাঁ, হবে। পরিস্কার করা উদ্দেশ্য। সুতরাং যেকোন বৈধ বস্তু দিয়েই তা পরিস্কার করা যাবে।
قَالَ: فَلَمَّا ذَهَبْنَا لِنَدْخُلَ، قَالَ: «أَمْهِلُوا حَتَّى تَدْخُلُوا لَيْلًا – أَيْ عِشَاءً – لِكَيْ تَمْتَشِطَ الشَّعِثَةُ وَتَسْتَحِدَّ المُغِيبَةُ
বর্ণনাকারী বলেন, যখন আমরা মদিনা্য় প্রবেশ করব, এমন সময় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি অপেক্ষা কর এবং রাতে প্রবেশ কর, যেন অনুপস্থিত স্বামীর স্ত্রী নিজের অবিন্যস্ত কেশরাশি বিন্যাস করতে পারে এবং লোম পরিষ্কার করতে পারে। [সহীহ বুখারী-২/৭৬০, হাদীস নং-৫০৭৯, সহীহ মুসলিম-১/১৪৪, হাদীস নং-৭১৫]
ولو عالج بالنورة فى العانة يجوز (الفتاوى الهنيدة، الباب التاسع عشر-5/358، جديد-5/413)
ويستحب إزالة شعر عانة الرجل بالحلق، او بالنورة، أما عانة المرأة فتسن إزالتها بالنتف (كتاب الفقه على المذاهب الأربعة-2/45)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামী ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।