প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / বাবার উপার্জিত হারাম টাকা সন্তানের জন্য ব্যবহার করার হুকুম কী?

বাবার উপার্জিত হারাম টাকা সন্তানের জন্য ব্যবহার করার হুকুম কী?

প্রশ্ন

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লহ।

আমি তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের মুফতি সাহের এর কাছে একটি বিষয় জানতে চাই।

আমার বয়স ২৩, পড়াশুনা করছি। আমার পিতা বর্তমানে একটি সরকারি ব্যাংক এ কর্মরত। খুব সম্ভবত আমার পিতা ব্যাংকে সুদ বিষয় মাঝে মধ্যে কাজ করে থাকতে পারেন।

অন্যদিকে আমার পিতার হালাল আয় আছে তবে সেটা ব্যাংক এর বেতন থেকে কম।

আমি এখনও কোন আয় রোজগার করি না। এ অবস্থায় কি আমার পিতার খাবার এবং অন্যান্য আর্থিক সাহায্য গ্রহন করা কি আমার জন্য হারাম????

(দয়া করে এ বিষয়টা জানালে আমি খুব উপকৃত হবে)

মাসুদ খান

নারায়নগঞ্জ-১৪০০

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আপনি উপার্জনে সক্ষম না হলে আপনার জন্য বাবার হারাম উপার্জন থেকে আর্থিক সহযোগিতা নিতে কোন সমস্যা নেই। তবে সমর্থ হলে বৈধ হবে না। সর্বাবস্থায় পিতাকে হারাম থেকে বাঁচতে অনুরোধ ও যথাসাধ্য বুঝাতে হবে।

مسألة إذا كان الحرام أو الشبهة في يد أبويه فليمتنع عن مؤاكلتهما فإن كانا يسخطان فلا يوافقهما على الحرام المحض بل ينهاهما فلا طاعة لمخلوق في معصية الله تعالى فإن كان شبهة وكان امتناعه للورع فهذا قد عارضه أن الورع طلب رضاهما بل هو واجب فليتلطف في الامتناع فإن لم يقدر فليوافق وليقلل الأكل بأن يصغر اللقمة ويطيل المضغ ولا يتوسع فإن ذلك عدوان (احياء علوم الدين– 2/147

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামিয়া ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

0Shares

আরও জানুন

আজানের সময় বা খানা খাওয়া ও বাথরুমে গমণ এবং স্বাভাবিক অবস্থায় মাথায় কাপড় রাখার হুকুম কী?

প্রশ্ন আমার চারটি বিষয়ে জানার ছিলো : ________ ১, বাথরুমে অবস্থানকালীন সময়ে মাথায় কাপড় দেওয়ার …