প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / পানিভর্তি বালতিতে এক ফোটা নাপাক পড়লে পুরো বালতির পানি নাপাক হয়ে যায়?

পানিভর্তি বালতিতে এক ফোটা নাপাক পড়লে পুরো বালতির পানি নাপাক হয়ে যায়?

প্রশ্ন

এক বালতি পানিতে এক ফোটা নাপাক পড়লে বালতির সব পানি নাপাক হয়ে যায়?

উত্তর

بسم الله الرحمن الرحيم

এক বালতি পানিতে এক ফোটা নাপাক পড়লেও সেই পানি নাপাক হয়ে যাবে।

وَلَوْ وَقَعَتْ النَّجَاسَةُ فِي الْإِنَاءِ لَا يُعْفَى (تبيين الحقائق، كتاب الطهارة، مَاء الْبِئْر إذَا وقعت فِيهِ نَجَاسَة-1/95)

وكل ماء وقعت النجاسة فيه لم يجز الوضوء به قليلا كانت النجاسة أو كثيرا (الهداية-1/53

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামিয়া ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

0Shares

আরও জানুন

নামাযে দুই পায়ের মাঝে কেমন ফাঁকা রাখবে? পাশের জনের সাথে কতটুকু দূরত্বে দাঁড়াবে?

প্রশ্ন আমরা দেখে থাকি একদল ভাইয়েরা নামাযের সময় এমনভাবে দাঁড়ায়, যার কারনে পাশে আর একজন …