প্রশ্ন
আসসালামু আলাইকুম।
মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমি একজন ডাক্তার। মাঝে মাঝে রাস্তায় চলার সময় এক্সিডেন্ট হতে দেখি। তখন ডাক্তার হিসেবে আমার করণীয় কী? অন্যদের মত সেখান থেকে চলে যাওয়া নাকি আঘাতপ্রাপ্তদের চিকিৎসা ও সেবার ব্যবস্থা করা?
শরীয়ত আমাকে উক্ত অবস্থায় কী করতে বলে? দয়া করে জানালে কৃতজ্ঞ হবো।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبكاته
بسم الله الرحمن الرحيم
বিপদগ্রস্ত কাউকে দেখলে তার সেবা ও সহযোগিতায় এগিয়ে আসা এটা শুধু ডাক্তারের নয়, বরং প্রতিটি মুসলমানেরই দায়িত্ব।
তাই মুসলমান হিসেবে প্রতিটি বিপদগ্রস্তকে সাধ্যানুপাতে সেবা করা, সহযোগিতা করা উচিত।
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «المُسْلِمُ أَخُو المُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً، فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ القِيَامَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ»
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই। সে তার উপর জুলুম করবে না এবং তাকে যালিমের হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। [সহীহ বুখারী, হাদীস নং-২৪৪২]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামিয়া ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com