প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / “আমি যদি জান্নাতে না যাই তাহলে আমার স্ত্রী তিন তালাক” বলার দ্বারা কী তালাক হবে?

“আমি যদি জান্নাতে না যাই তাহলে আমার স্ত্রী তিন তালাক” বলার দ্বারা কী তালাক হবে?

প্রশ্ন

এক ব্যক্তি তার স্ত্রীকে বলল, আমি আশাবাদী আমি জান্নাতে যাবো। আমি যদি জান্নাতে না যাই, তাহলে তুমি তিন তালাক।

এভাবে বললে হুকুম কী? স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যাবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

জান্নাতে যাওয়া ও না যাওয়ার বিষয়টি দুনিয়াতে জানা সম্ভব নয়। তাই স্বামীর কথা “জান্নাতে না গেলে স্ত্রী তালাক” বক্তব্যটি একটি অহেতুক ও বাতিল কথা। তাই এর দ্বারা স্ত্রীর উপর কোন তালাকই পতিত হবে না।

المستفاد: عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ , قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَا مُعَاذُ مَا خَلَقَ اللَّهُ شَيْئًا عَلَى وَجْهِ الْأَرْضِ أَحَبَّ إِلَيْهِ مِنَ الْعَتَاقِ , وَلَا خَلَقَ اللَّهُ شَيْئًا عَلَى وَجْهِ الْأَرْضِ أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلَاقِ , فَإِذَا قَالَ الرَّجُلُ لِمَمْلُوكِهِ: أَنْتَ حُرٌّ إِنْ شَاءَ اللَّهُ فَهُوَ حُرٌّ وَلَا اسْتِثْنَاءَ لَهُ , وَإِذَا قَالَ الرَّجُلُ لِامْرَأَتِهِ: أَنْتِ طَالِقٌ إِنْ شَاءَ اللَّهُ فَلَهُ اسْتِثْنَاؤُهُ وَلَا طَلَاقَ عَلَيْهِ ” (سنن الدار قطنى، رقم-3984، السنن الكبرى للبيهقى، رقم الحديث-15120، مصنف عبد الرزاق، رقم الحديث-11331)

من حلف بطلاق أو عتاق وقال إن شاء الله متصلا به فلا حنث عليه، ولانه أتى بصورة الشرط فيكون تعليقا من هذا الوجه، وأنه إعدام قبل الشرط، والشرط لا يعلم ههنا، فيكون إعداما من الأصل (هداية مع الفتح-4/137/138

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

যাকাতের নিয়তে গরীবকে খানা খাওয়ালে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু   আমি আহলে হক মিডিয়ার নিয়মিত একজন পাঠক। …