প্রশ্ন
From: Muhamad jobayar
বিষয়ঃ দুই সেজদার মাজে দুয়া পড়া কি ওয়াজিব।
প্রশ্নঃ
আসসালামু ওয়ালাইকুম,
আমরাতো দুয়া পড়তে হবে বা দুয়া পড়া ওয়াজিব মনে করি না, কিন্তু এখানে শায়েখ কি বলছেন,দুই সিজদাহর মাঝে দুআ পড়া ওয়াজিব,এ দোআ যদি কেউ ভুলে ছেড়ে দেয় তাহলে তাকে সাহু সিজদাহ করতে হবে আর যদি কেউ ইচ্ছেকৃত ভাবে ত্যাগ করে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে।
উত্তর দিয়েছেনঃ শাইখ আব্দুল হামিদ ফাইজী আল মাদানী
আসলেই কি তা ওয়াজিব,বা মাজহাব সংক্রান্ত কোন বাধ্যবাধকতা আছে কিনা।
তাহলে কি আমার ভুল ছিল,আমি ত দুয়া করতাম না।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
দুই সেজদার মাঝখানে দুআ করা ওয়াজিব মর্মে কোন হাদীস নেই। এটি ভুলে ছেড়ে দিলে সাহু সেজদা দিতে হবে এমন কোন বর্ণনাও কোথাও নেই। এ দুআ ভুলে ছেড়ে দেবার কারণে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে সাহু সেজদা দেবার কথাও বলেননি।
সুতরাং যারা এ দুআকে ওয়াজিব বলেন, ছেড়ে দিলে সাহু সেজদা দেবার কথা বলেন, তারা বাড়াবাড়ি করেন। কতিপয় হাম্বলী আলেম এটাকে ওয়াজিব বলেছেন। কিন্তু জমহুর ফুক্বাহা এবং ইমাম আহমাদ বিন হাম্বল রহঃও এটাকে ওয়াজিব মনে করতেন না। বরং মুস্তাহাব মনে করতেন।
সুতরাং একটি বিচ্ছিন্ন বক্তব্যকে সামনে এনে একথা বলার কোন সুযোগ নেই যে, দুই সেজদার মাঝে দুআ করা বিষয়ে মাযহাবী ইমামদের মতভেদ আছে। বরং এটা বলাই যৌক্তিক যে, জমহুর ফুক্বাহাগণের মত হল, দুই সেজদার মাঝে দুআ করা মুস্তাহাব। ওয়াজিব বা ফরজ নয়।
وحكم هذا الذكر بين السجدتين عند أكثر أصحاب أحمد حكم التسبيح في الركوع والسجود، وأنه واجب تبطل الصلاة بتركه عمداً، ويسجد لسهوه. وروي عن أحمد، أنه ليس بواجب: قال حرب: مذهب أحمد: أنه إن قال جاز، وإن لم يقل جاز، والأمر عنده واسع.
وكذا ذكر أبو بكر الخلال، أن هذا مذهب أحمد. وهذا قول جمهور العلماء. (فتح البارى لابن رجب، كتاب الآذان، باب المكث بين السجدين-7/276-277)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com