প্রচ্ছদ / আদব ও আখলাক / হাঁড়িতে আল্লাহর নাম লিখার হুকুম কী?

হাঁড়িতে আল্লাহর নাম লিখার হুকুম কী?

প্রশ্ন

From: আজহার উদ্দিন

বিষয়ঃ আল্লাহর নাম আগুনে পোরানো ও পুজয় চাঁদা দেওয়া

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম

হুজুর

আমার মসজিদের নাম বাইতুসসালাম। এই নামটি মসজিদের হাঁড়িতে লেখা হয়েছে।

এখন প্রশ্ন হল  হাঁড়িতো আগুনে পুড়বে।  যেহেতু সালামুন আল্লাহর গুণবাচক নাম। এতেকি আল্লাহর সাথে বেআদবী করা হবে?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আল্লাহর নাম এমন স্থানে লিখা যা অপমানজক স্থানে পতিত হবার সম্ভাবনা রয়েছে। এমন স্থানে লেখা জায়েজ নয়।

তাই হাঁড়িতে আল্লাহর নাম লিখে তা পুড়ানোর জন্য ব্যবহৃত করা জায়েজ হবে না।

يكره لمن لا يكون على الطهارة أن يأخذ فلوسا عليها اسم الله تعالى، كذا فى قاضى خان……. ولا يجوز أن يتخذ قطعة بياض مكتوب عليه اسم الله تعالى علامة فيما بين الأوراق لما فيه من الإبتذال باسم الله تعالى (الفتاوى الهندية، كتاب الكراهية، الباب الخامس-5/323

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …